এটি ভারতের একমাত্র রেলস্টেশন যেখানে পৌঁছাতে হলে আপনার ভিসা ও পাসপোর্ট লাগবে!

ভিসা বা পাসপোর্ট ছাড়া ভারতের এই রেলস্টেশনে পৌঁছাতে পারবেন না!

Indian Railways: ভারতীয় রেলকে দেশের ‘লাইফলাইন’ বলা হয় এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। প্রতিদিন কোটি কোটি মানুষ এর মাধ্যমে যাতায়াত করেন। ভারতীয় রেলকে নিয়ে রয়েছে এমন সব অজানা তথ্য যা অনেকেই জানেন না। কিন্তু জেনে অবাক হবেন দেশেই রয়েছে এমন এক রেলস্টেশন, যেখানে যেতে লাগে ভিসা-পাসপোর্ট (visa-passport)!

বিদেশ যেতে ভিসা ও পাসপোর্ট লাগে শুনেছেন, তবে রেলস্টেশনের ভেতরে যেতেও ভিসা লাগে। এটা অদ্ভুত শোনাচ্ছে, তাই না, কিন্তু এটা সত্য। এই রেলস্টেশনে যেতে এখন ভিসা লাগবে। ভিসা ছাড়া এই স্টেশনে যাওয়া অবৈধ বলে বিবেচিত হবে।

ভারতের এই স্টেশনটির নাম হল আটারি রেলওয়ে স্টেশন (Attari Railway Station)। বর্তমানে এটি আটারি শ্যাম সিং স্টেশন নামেও পরিচিতি। এখানে যাওয়ার জন্য পাকিস্তানি ভিসা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি সেখানে, ২৪ ঘন্টা গোয়েন্দা ও নিরাপত্তা রক্ষীর দ্বারা কঠোর নজরে রাখা হয়েছে।

যদি কেউ এই আইন না মানেন, তাহলে তার বিরুদ্ধে ১৪ ফরেন অ্যাক্ট ধারায় মামলা করা হয় এবং তার বেল পাওয়া খুবই চাপের বিষয়। আগে এই স্টেশনের উপর দিয়ে সমঝোতা এক্সপ্রেস (Samjhota Express) ট্রেনটি যাতায়াত করত। যদিও তা কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে বন্ধ হয়ে গেছে।

এটিই দেশের একমাত্র আন্তর্জাতিক এয়ার কন্ডিশনার রেলওয়ে স্টেশন। শীতাতপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুমে এলইডিতে দেশাত্মবোধক গান বেজে ওঠে এবং এখানকার খাবার এতটাই সুস্বাদু যে আপনি একবার খেলে আজীবন ভুলতে পারবেন না।

Image

আটারি রেলওয়ে স্টেশনটি RPF, GRP, BSF সহ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার দ্বারা পাহারা দেয়। পর্যটকরা দূর থেকে রেলস্টেশন দেখতে পারেন। রেলস্টেশনের ভেতরে যেতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের অনুমতি নিতে হবে।