ইন্টারভিউ প্রশ্ন: ভারতের কোন রাজ্যের আকৃতি ‘মুরগির গলা’র মত? ৯০% উত্তর দিতে ব্যর্থ!

‘মুরগির গলা’র মত দেখতে ভারতের কোন রাজ্যটিকে?

Interview Questions: দেশের প্রতিটি ছাত্রছাত্রী কোনো উচ্চপদে চাকরি করার স্বপ্ন দেখে। এর জন্য তাদের বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়। সরকারি হোক বা বেসরকারি চাকরির পরীক্ষাগুলিতে সাধারণ জ্ঞান, বর্তমান ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে হয়। এর পাশাপাশি ইন্টারভিউতেও পাস করা খুবই কঠিন। অনেক সময় যারা ইন্টারভিউ নেন এমন কিছু প্রশ্ন করেন যা শুনে প্রার্থীরা ঘাবড়ে যান। এবার তেমনি কিছু প্রশ্নোত্তর দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ কাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন?
উত্তরঃ ধননন্দ (Dhanananda)।

২) প্রশ্নঃ চির বসন্তের দেশ কাকে বলা হয়?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা মহাদেশের ইকুয়েডর দেশটির রাজধানী কুইটো (Quito) শহরে চির বসন্ত বিরাজ করে।

৩) প্রশ্নঃ অ্যানাকোন্ডা (Anaconda) সাপ কোথায় দেখা যায়?
উত্তরঃ অ্যামাজন নদীর অববাহিকায়।

৪) প্রশ্নঃ বিষ্ণু গুপ্ত বা কৌটিল্য কার রাজসভার মন্ত্রী ছিলেন?
উত্তরঃ চন্দ্রগুপ্ত (Chandragupta)।

৫) প্রশ্নঃ টাইগার হিল (Tiger Hill) পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দার্জিলিং।

৬) প্রশ্নঃ কোন নদীকে ‘দক্ষিণের গঙ্গা’ (Southern Ganges) বলা হয়?
উত্তরঃ গোদাবরী।

৭) প্রশ্নঃ আলেকজান্ডার (Alexander) কত সালে ভারত আক্রমণ করে?
উত্তরঃ ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে।

৮) প্রশ্নঃ ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (Nuclear Power Plant) কোনটি?
উত্তরঃ মহারাষ্ট্রের তারাপুর।

৯) প্রশ্নঃ কোন ভারতীয় চলচ্চিত্র পরিচালক অস্কার (Oscar) পুরস্কারে ভূষিত হয়েছেন?
উত্তরঃ সত্যজিৎ রায় (১৯৯২ সাল)।

১০) প্রশ্নঃ ভারতবর্ষের প্রথম কার্বন মুক্ত (carbon free) রাজ্য কোনটি?
উত্তরঃ হিমাচল প্রদেশ।

১১) প্রশ্নঃ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায়?
উত্তরঃ চিরহরিৎ ধরণের বনভূমি।

১২) প্রশ্নঃ চম্বল কোন নদীর উপনদী?
উত্তরঃ যমুনা (Yamuna)।

১৩) প্রশ্নঃ কোন দেশের সেনারা ট্রেনিংয়ের পর ভারতের হিমাচলপ্রদেশের কাসোল গ্রামে সময় কাটাতে আসেন?
উত্তরঃ ইজরায়েল (Israel)

১৪) প্রশ্নঃ শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar) তার ১০০তম আন্তর্জাতিক সেঞ্চুরিটি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন?
উত্তরঃ বাংলাদেশ (২০১২ সাল)।

১৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের আকৃতি ‘মুরগির গলা’র (chicken’s neck) মত?
উত্তরঃ আমাদের রাজ্য, পশ্চিমবঙ্গ।