একমাত্র ভারতীয় যিনি আইপিএলে হ্যাটট্রিক নেওয়ার পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়েছেন, জানেন তিনি কে?

আইপিএলে হ্যাটট্রিক ও সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন এই ভারতীয় খেলোয়াড়

Indian Premier League: আইপিএল (IPL) ভারতীয়দের কাছে কোন উৎসবের চেয়ে কম নয়। এর পাশাপাশি এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লীগে পরিণত হয়েছে। তবে ২০০৮ থেকে শুরু হওয়া এই লীগে এখনো পর্যন্ত অনেক বড় বড় রেকর্ড তৈরি হয়েছে। তবে এরই মধ্যে এমনই একজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন যিনি ব্যাট হাতে সেঞ্চুরি (century) করার পাশাপাশি বোলিংয়েও হ্যাটট্রিক (hat-trick) করেছেন।

ক্রিকেটে সাধারণত একজন অলরাউন্ডারই ব্যাটিং এর পাশাপাশি বল হাতেও সমান পারদর্শী হন। কিন্তু এই প্রতিবেদনে যে ভারতীয় খেলোয়াড়ের কথা বলা হয়েছে সাধারণত তাকে ব্যাটসম্যান হিসেবেই দেখা হয়। এমনকি বিশ্বের সেরা ওপেনারদের মধ্যেও গণ্য করা হয় তাকে। কিন্তু তিনি যে বল হাতেও ভেলকি দেখাতে পারেন তা আগেই প্রমাণ করেছেন।

একজন ব্যাটসম্যানের যেকোনও ফরম্যাটে সেঞ্চুরি করা যেমন গর্বের বিষয়, তেমনি বোলারদের ক্ষেত্রেও হ্যাট্রিক নেওয়া খুবই গর্বের বিষয়। কিন্তু এই উভয় ক্ষেত্রেই নিজেকে মেলে ধরেছেন এক ভারতীয় ক্রিকেটার। আসলে তিনি আর কেউ নন, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), যিনি আইপিএলে একটি সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে হ্যাটট্রিকও নিয়েছেন।

২০০৯ সালের আইপিএল দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা হয়েছিল এবং সেই বছর রোহিত শর্মা ডেকান চার্জাসের হয়ে খেলার সময় তার বর্তমান দল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)-এর বিরুদ্ধে একটি হ্যাটট্রিক করেছিলেন। ওই ম্যাচে তিনি অভিষেক নায়ার, হরভজন সিং এবং জিপি ডুমিনিকে আউট করে এই বিরল কৃতিত্ব অর্জন করেন।

পরবর্তীতে মুম্বাই ইন্ডিয়ান্স এর অধিনায়ক হয়ে রোহিত শর্মা এই দলটির ভাগ্য ফিরিয়েছিলেন। এখনো পর্যন্ত এই দলটিকে সর্বোচ্চ পাঁচ বার চ্যাম্পিয়ন করার কৃতিত্ব রয়েছে তার। রোহিতের আইপিএল পরিসংখ্যানের কথা বললে, তিনি এখনো পর্যন্ত ২৩৯ ম্যাচে ৩০.৫ গড়ে ৬০৯৯ রান করেছেন, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি (১০৯*)। ২০১২ সালে কেকেআরের বিরুদ্ধে একটি অপরাজিত সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে।