ইন্টারভিউ প্রশ্ন: এমন কোন জিনিস ছেলেদের বড় হয় কিন্তু মেয়েদের একই থাকে?

কী সেই জিনিস যা ছেলেদের বড় হলেও মেয়েদের একই থাকে

Interview Questions: বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ এর জন্য সাম্প্রতিক সময়ের ঘটনা থেকে শুরু করে জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুবই গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি ছাত্রছাত্রী কোন বড় পদে চাকরি করার জন্য তারা বিশেষভাবে প্রস্তুতি নেয়। তবে অনেক সময় ইন্টারভিউ চলাকালীন এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান। আসলে তাদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্যই এমনটা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে…

১) প্রশ্নঃ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে এসেছিলেন?
উত্তরঃ মেগাস্থিনিস (Megasthenes)। 

২) প্রশ্নঃ এশিয়া মহাদেশের শীতলতম স্থান কোনটি?
উত্তরঃ ভরখায়নস্ক (Verkhoyansk) হলো এশিয়া এবং পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান। (-৬৭.৬ ডিগ্রী ফারেনহাইট )।

৩) প্রশ্নঃ সন্ধ্যার সময় কোন বায়ু প্রবাহিত হয়? 
উত্তরঃ সমুদ্র বায়ু।

৪) প্রশ্নঃ বক্সারের যুদ্ধের (১৭৬৪ সাল) সময় বাংলার নবাব কে ছিলেন?
উত্তরঃ মীর কাসিম (Mir Qasim)।

৫) প্রশ্নঃ সৌরজগতের বৃহত্তম উপগ্রহ টির নাম কী?
উত্তরঃ গ্যানিমিড (বৃহস্পতির উপগ্রহ)।

৬) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম সংবাদপত্র কোনটি?
উত্তরঃ বোম্বাই সমাচার।

৭) প্রশ্নঃ মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
উত্তরঃ ‘মহামতি’ অশোক (Ashoka)।

৮) প্রশ্নঃ ভারতের একটি শীতল মরু অঞ্চলের নাম?
উত্তরঃ লাদাখ (Ladakh)।

৯) প্রশ্নঃ উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয় কিসের সাহায্যে?
উত্তরঃ ধ্রুবতারার সাহায্যে।

১০) প্রশ্নঃ বায়ুচাপ মাপক যন্ত্রের নাম কী?
উত্তরঃ ক্রোনোমিটার (Chronometer)।

১১) প্রশ্নঃ বাংলার নবাব মুর্শিদকুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন?
উত্তরঃ মুর্শিদাবাদ।

১২) প্রশ্নঃ টোডা নামক উপজাতি কোন এলাকায় বসবাস করে?
উত্তরঃ কন্যাকুমারিকা (Kanyakumarika)।

১৩) প্রশ্নঃ পৃথিবীতে দিনরাত্রি সমান হয় কবে?
উত্তরঃ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বা ভাবে কিরণ দেয়। এ দুদিন পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়।

১৪) প্রশ্নঃ নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তরঃ ধননন্দ (Dhanananda)। কথিত আছে, তার স্বৈরাচারী শাসনের জন্যই তার বংশ শেষ হয়ে গিয়েছিল।

১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস ছেলেদের বড় হয় কিন্তু মেয়েদের একই থাকে?
উত্তরঃ দাড়ি ও গোঁফ, যেটা ছেলেদের বড় হয় আর মেয়েদের একই থাকে বা বড় হয়না।