আফগানিস্তানের বিপক্ষে ভারতীয় দলের এই দু’জন খেলোয়াড়ের পরিবর্তন করা অবশ্যই উচিত

সম্ভবত ভারতীয় দল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে পড়েছে। এই টুর্নামেন্ট শুরুর আগেই ভারতকে সবচেয়ে বড় শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে পরপর দুটি ম্যাচে হারার পর এখন সেমিফাইনালে যেতে হলে বাকি ম্যাচগুলো জেতার পাশাপাশি এবার অন্যান্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে।

আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে ভারতীয় দলে কয়েকটি পরিবর্তন করা উচিত। আগামী বুধবার আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে ভারতীয় দল। এবার অবশ্যই ভারতীয় দলে ভারসাম্য হওয়া উচিত।

☞ এবার দেখে নেয়া যাক কোন দুটি খেলোয়াড়কে পরিবর্তন করা উচিত:-

১) মোহাম্মদ শামির পরিবর্তে রাহুল চাহার:

Mohammad Shami trolled for poor performance against Pak; Sachin, Sehwag  come out in support

আফগানিস্তানের বিপক্ষে ভারতীয় দলে যে পরিবর্তন করা উচিৎ তার মধ্যে মোহাম্মদ শামি একটি। গত দুই ম্যাচে মোহাম্মদ শামির পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ছিল। একটিও উইকেট পাননি, এর পাশাপাশি সঠিক ইকোনমিকও বজায় রাখতে সক্ষম হননি। অন্যদিকে গত দুই ম্যাচে পেসাররা ভালো কিছু করতে পারেনি বলে অতিরিক্ত স্পিন বিকল্পের কথা ভাবতে পারে ভারতীয় দল।

Rahul Chahar profile and biography, stats, records, averages, photos and  videos

এদিকে হার্দিক পান্ডিয়া বোলিং শুরু করেছেন এবং প্রয়োজনে তাকে কাজে লাগানো যেতে পারে। রবীচন্দ্রন অশ্বিনও ভাল বিকল্প, তবে তিনি সুযোগ নাও পেতে পারেন। সুতরাং আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য লেগ স্পিনার হিসেবে রাহুল চাহারকে একাদশে অন্তর্ভুক্ত করা যেতে পারে।

২) ঈশান কিষানের পরিবর্তে সূর্যকুমার যাদব:

T20 World Cup: KL Rahul, Ishan Kishan slam half-centuries as India beat  England in warm-

নিউজিল্যান্ডের বিপক্ষে ঈশান কিষানকে ওপেন করতে পাঠিয়ে যে কৌশলটি প্রয়োগ করা হয়েছিল তা ব্যর্থ হয়। এই ক্ষেত্রে ভারত পরবর্তী ম্যাচে সূর্যকুমারকে মিডল অর্ডারে দায়িত্ব দিয়ে ভারত নিজেদের আসল ব্যাটিং অর্ডারে ফিরে যেতে পারে। তবে তিনি যদি পুরোপুরি ফিট না হয়, শ্রেয়াস আইয়ার দলে সুযোগ পেতে পারেন।

Suryakumar Yadav to be India's game-changer in T20 World Cup 2021? Wasim  Akram says THIS

যাইহোক, সূর্যকুমার যাদব কিংবা শ্রেয়াস আইয়ার আফগানিস্তানের বিপক্ষে আরও ভাল বিকল্প হতে পারে। কারণ আফগান দলে মোহাম্মদ নবী, মুজিবুর রহমানের মত দুজন অফস্পিনার রয়েছেন, যারা ঈশানকে সমস্যায় ফেলতে পারে। সুতরাং এক্ষেত্রে একজন ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে সহায়ক হবে। এছাড়াও রোহিত শর্মাকে ওপেনিং স্লটে ফিরিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ, যেখানে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।