৫ অধিনায়ক যারা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ম্যাচ জিতেছেন

আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন প্রতিটি খবরের শিরোনামে রয়েছে। যেখানে গ্রুপ পর্বের লড়াইয়ে ১২টি দল শেষ চারে জায়গা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে একজন দলকে উন্নতির শিখরে পৌঁছাতে অধিনায়কের সিদ্ধান্তগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত।

এদিন গ্রুপ-২ পর্বের শীর্ষে থাকা ইংল্যান্ড দল শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছেন। এর ফলে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান সর্বাধিক ম্যাচের রেকর্ড করেছেন। এবারে জেনে নেওয়া যাক, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ম্যাচ জয়ী ৫ অধিনায়কের সম্পর্কে:-

১) ইয়ন মরগ্যান: ৪৩* ম্যাচ জয়

England captain Eoin Morgan says dropping himself from T20 World Cup team  is always an option | Cricket News | Sky Sports

ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যানের মুকুটে আরও একটি রেকর্ড। অধিনায়ক হিসেবে এদিন তিনি সর্বোচ্চ (৪৩) ম্যাচ জয়ের রেকর্ড করেছেন। ২০০৯ সাল থেকে ইংল্যান্ডের হয়ে খেলা এই তারকা ৬৮টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন, যার মধ্যে জয় আসে ৪৩টি ম্যাচে।

২) আসগর আফগান: ৪২ ম্যাচ জয়

Former Afghanistan skipper Asghar Afghan announces retirement from  international cricket | Cricket - Hindustan Times

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। এই সীমিত ওভারের ক্রিকেটে সফল অধিনায়ক হিসেবে তিনি গণ্য হন। পরিসংখ্যানের কথা বললে, ৫২টি ম্যাচে তিনি নেতৃত্ব দেন যার মধ্যে ৪২টিতে আফগানরা জয়লাভ করে।

৩) মহেন্দ্র সিং ধোনি: ৪১ ম্যাচ জয়

How Dhoni made India fall for T20 cricket | cricket.com.au

২০০৭ সালের উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতের দল চ্যাম্পিয়ন হয়। তিনি ভারতের হয়ে প্রায় এক দশক অধিনায়কত্ব করেছিলেন। এই সময়ের মধ্যে ৭২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন ও ৪১টিতে ভারতীয় দল জয়লাভ করে।

৪) সরফরাজ আহমেদ: ২৯ ম্যাচ জয়

Sarfaraz returns as Pakistan make three changes to World Cup squad | Online  Version

টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদের নাম উল্লেখযোগ্য। এই পাকিস্তান অধিনায়ক বেশ কয়েকবছর দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এই সময়ের মধ্যে ৩৭টি ম্যাচে ২৯টিতে জয়লাভ করে তার দল।

৫) ড্যারেন সামি: ২৭ ম্যাচ জয়

T20 World Cup champion Sammy gets Pakistan citizenship | Windies Cricket  news

বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছেন ড্যারেন সামি। ওয়েস্ট ইন্ডিজ ২০১২ ও ২০১৬ সালে ড্যারেন স্যামির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। এই সময়ের মধ্যে তিনি ৪৭টি ম্যাচে ক্যারিবিয়ান দলকে নেতৃত্ব দিয়েছিলেন, যার মধ্যে ২৭টিতে জয় আসে। উল্লেখ্য, বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও ২৭টি ম্যাচ জিতে যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন।