টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক নিয়েছেন এই ৩ ভারতীয় বোলার, একজন ম্যাচের প্রথম ওভারেই

ক্রিকেটে হ্যাটট্রিক করা সত্যিই বিরল ঘটনা! তবুও এই বিরল কৃতিত্বের সাক্ষী থেকেছেন অনেকেই, যার মধ্যে রয়েছেন তিনজন ভারতীয় বোলার। সম্প্রতি হরভজন সিং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, যিনি প্রথম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন। অবসর নেওয়ার মুহূর্তে হরভজন তার ক্রিকেট জীবনের সেরা মুহূর্তের কথা উল্লেখ করতে গিয়ে এই হ্যাটট্রিক নেওয়ার প্রসঙ্গটি তুলেছিলেন। এই প্রতিবেদনে তিন ভারতীয় বোলারের কথা বলা হয়েছে যারা টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন:

১) হরভজন সিং:

WATCH – Relive the exhilarating moments of Harbhajan Singh, Irfan Pathan, and Jasprit Bumrah's Test hat-tricks

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন হরভজন সিং। তিনি প্রথম ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেছিলেন। ২০০১ সালে ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট ও শেন ওয়ার্নকে ফিরিয়ে দিয়ে হরভজন ভারতীয় দলের জয়ে রাস্তা আরও সহজ করে দেন। এই ম্যাচটি আরও বিশেষভাবে স্মরণীয় হয়ে রয়েছে ভিভিএস লক্ষণের ২৮১ রানের ঐতিহাসিক ইনিংস খেলার কারণে। অবশেষে হারতে বসা ম্যাচটি ভারতীয় দল ১৭১ রানের ব্যবধানে জয়লাভ করে।

২) ইরফান পাঠান:

Best & Worst: Hat-Tricks – From Irfan Pathan To Stuart Broad | Wisden

২০০৬ সালে পাকিস্তান সফরে ভারতীয় দল করাচি টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ওই ম্যাচের প্রথম ওভারে ইরফান পাঠান হ্যাটট্রিক নিয়ে বিরল কৃতিত্ব অর্জন করেন। এর আগে কোন বোলার ম্যাচের প্রথম ওভারে হ্যাটট্রিক নিতে পারেননি। পাঠান ওই ওভারের চতুর্থ বলে সালমান বাট, পঞ্চম বলে অধিনায়ক ইউনিস খান এবং ওভারের শেষ বলে মোহাম্মদ ইউসুফকে আউট করেন। যদিও শেষ পর্যন্ত ভারতীয় দল ৩৪১ রানের বড় ব্যবধানে পরাজিত হয়।  

৩) জসপ্রিত বুমরাহ:

India vs West Indies: Is Jasprit Bumrah the best fast bowler in the world? Join the debate

২০১৯ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জসপ্রিত বুমরাহ তৃতীয় ভারতীয় বোলার হিসেবে হ্যাট্রিক নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। ওই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৪১৬ রান তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ দল মাত্র ১১৭ রানে গুটিয়ে যায়। ওই ইনিংসের নবম ওভারে পরপর তিন বলে ড্যারেন ব্রাভো, শমরাহ ব্রকস্ ও রোস্টান চেসকে ফিরিয়ে দেন ভারতীয় স্পিডস্টার। শেষ পর্যন্ত ম্যাচটি ভারতীয় দল ২৫৭ রানের বড় ব্যবধানে জয়লাভ করে।