আন্তর্জাতিক T20 ক্যারিয়ারে ৩০০০ রানের গণ্ডি পার করেছেন এই তিন ব্যাটসম্যান

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। নামিবিয়া প্রথমে ব্যাট করে ১৩২ রান তোলে। জবাবে রোহিত শর্মা ও কে এল রাহুলের দুরন্ত ব্যাটিংয়ে উড়ে যায় নামিবিয়া দল। রোহিত শর্মা হাফসেঞ্চুরি (৫৬) পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩ হাজার রানের গণ্ডি পার করেন। এর আগে এই কৃতিত্ব কেবল আরও দুই ব্যাটসম্যানের নামে রয়েছে।

৩) রোহিত শর্মা: ৩,০৩৮ রান

Rohit Sharma Becomes 3rd Batsman To Score 3000 Or More Runs In T20Is

ভারতীয় ওপেনার রোহিত শর্মা এদিন নামিবিয়ার বিপক্ষে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রান পূর্ণ করেছেন। তিনি মোট ১০৮টি ইনিংসের সুবাদে এই কৃতিত্ব অর্জন করেন। এখনও পর্যন্ত তিনি ৪টি সেঞ্চুরিসহ ২৪টি হাফ সেঞ্চুরি করেছেন। তার সর্বোচ্চ স্কোর ১১৮, যা দ্রুততম সেঞ্চুরির হিসেবে ৩৫ বলে এসেছিল।

২) মার্টিন গাপটিল: ৩,১১৫ রান

T20 World Cup 2021: Martin Guptill's flying catch to dismiss David Warner for a golden duck

কিউই ওপেনার মার্টিন গাপটিল যিনি দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০১ ইনিংসে ৩০০০ রানের গণ্ডি পার করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে সর্বোচ্চ ছক্কা (১৫৫) হাঁকানোর রেকর্ড গড়েছেন তিনি। এখনও পর্যন্ত তিনি ২টি সেঞ্চুরিসহ ১৮টি হাফ সেঞ্চুরি করেছেন। তার সর্বোচ্চ স্কোর ১০৫ রান।

১) বিরাট কোহলি: ৩,২২৭ রান

ICC T20 World Cup 2021: Another BAD news for Virat Kohli after loss against Pakistan

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রানের মাইলস্টোন অর্জন করেন বিরাট কোহলি। এছাড়াও টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের মতই টি-টোয়েন্টিতেও তার ব্যাটিং গড় ৫০ এর উর্দ্ধে। এখনও পর্যন্ত তিনি ২৯টি হাফসেঞ্চুরি সহ ৩,২২৭ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোর ৯৪ রান।