আন্তর্জাতিক T20-তে সর্বাধিক ম্যাচে অধিনায়কত্ব করেছেন এই ৫ ক্রিকেটার

এদিন নামিবিয়ার বিপক্ষে বিরাট কোহলি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ বারের মত ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন। বছর চারেক আগে অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন। পরিসংখ্যান বলছে, অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ৫০টি ম্যাচে ভারতীয় দলকে ৩২টি ম্যাচে জয় এনে দেন। ১৬টি হার এবং ২টিতে অমীমাংসিত হয়েছিল। কোহলির ম্যাচ জয়ের হার ৬৪.৫%।

তবে আজকের প্রতিবেদনে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ম্যাচে অধিনায়কত্ব করেছেন এমন ৫ খেলোয়াড়ের সম্পর্কে বিস্তারিত রইল:-

১) মহেন্দ্র সিং ধোনি: ৭২ ম্যাচ

How Dhoni made India fall for T20 cricket | cricket.com.au

২০০৭ সালে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই বছরই ধোনির নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। এরপর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পান। পরিসংখ্যানের কথা বললে, ধোনি ৭২ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন, যার মধ্যে ৪১টিতে জয় আসে। ধোনির ম্যাচ জয়ের শতকরা ৫৯.২৮%।

২) ইয়ন মরগ্যান: ৬৯ ম্যাচ

T20 World Cup 2021: Eoin Morgan to drop himself due to poor form? England  captain says THIS

ইংল্যান্ডের একমাত্র ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান টি-টোয়েন্টিতেও সফল হয়েছেন। ২০১২ সালে অধিনায়কত্ব পেয়ে ইংল্যান্ড দলকে বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে গড়ে তোলেন। এখনও পর্যন্ত তিনি ৬৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ৪১৪১টিতে জয় আসে। মরগ্যানের ম্যাচ জয়ের শতকরা ৬১.৭৬%।

৩) উইলিয়াম পোর্টারফিল্ড: ৫৬ ম্যাচ

No point playing if World Cup reduced - William Porterfield

আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। আয়ারল্যান্ডের হয়ে তিনি প্রায় এক দশক অধিনায়কত্ব পালন করেন। পরিসংখ্যানের কথা বললে, তার নেতৃত্বে ৫৬ ম্যাচে দল ২৬টিতে জয় পেয়েছিল। পোর্টারফিল্ড এর ম্যাচ জয়ের শতকরা ৫০.০০%।

৪) অ্যারন ফিঞ্চ: ৫৪ ম্যাচ

Cricket Australia vs New Zealand, third T20 at Wellington: Aaron Finch woes  down to the cricket gods, column, preview

বর্তমান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের নেতৃত্বে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে দল। এখনো পর্যন্ত অধিনায়ক হিসেবে তিনি দলকে কোন আইসিসি ট্রফি দিতে ব্যর্থ হয়েছেন। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ৫৪ ম্যাচে ২৭টিতে জয় লাভ করে। ফিঞ্চের ম্যাচ জয়ের শতকরা ৫১.৯২%।

৫) কেন উইলিয়ামসন: ৫৪ ম্যাচ

T20 World Cup 2021: Kane Williamson Provides Update on Hamstring Injury |  NZ vs PAK T20 WC 2021 | New Zealand vs Pakistan | Kane Williamson Injury

বর্তমান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। সম্প্রতি তার নেতৃত্বে নিউজিল্যান্ড আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়লাভ করে। এছাড়াও গত ওয়ানডে বিশ্বকাপে রানার্স থেকেছে দল। এখনও পর্যন্ত তার নেতৃত্বে ৫৪টি ম্যাচে ২৭টি জয় পায় দল। উইলিয়ামসনের ম্যাচ জয়ের শতকরা ৫১.৮৮%।