জানেন ভারতবর্ষে এই পণ্যগুলি নির্বিচারে বিক্রি হলেও বিদেশে তা সম্পূর্ণ নিষিদ্ধ

আপনি কি জানেন এমন অনেক পণ্য রয়েছে যা বিশ্বের অন্যান্য দেশে নিষিদ্ধ হলেও ভারতবর্ষে নির্বিচারে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই পণ্যগুলি ভারতবর্ষে বেশ সাধারণ কিন্তু বিদেশে সেগুলি ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। এসব পণ্যগুলি সাবান থেকে শুরু করে গাড়ি পর্যন্ত। এছাড়া এমন কিছু পণ্য রয়েছে যা আমরা নিয়মিত ব্যবহার করছি।

১) ভিক্স: আমাদের দেশে শিশু থেকে বৃদ্ধ যখনই কারো সর্দি হয় তখন ভিক্স ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। ভারতবর্ষের এটি প্রতিটি দোকানে পাওয়া যায়। বিশেষজ্ঞরা মনে করেন ভিক্সের মধ্যে এমন অনেক উপাদান রয়েছে যা স্বাস্থ্যের ক্ষতি করে। তাই এই কারণেই আমেরিকা সহ গোটা ইউরোপে এটি সম্পূর্ণ নিষিদ্ধ।

Image

২) সিঙ্গারা: সিঙ্গারা ছাড়া ভারতীয়দের পার্টি অসম্পূর্ণ। তবে আফ্রিকার সোমালিয়া দেশে ভুল করেও কেউ সিঙ্গারা খান না। আসলে সোমালিয়ার একদল গোষ্ঠী মনে করে সিঙ্গারার ত্রিভুজাকৃতি রুপটি খ্রিস্টান সম্প্রদায়ের। কারণ তারা এই চিহ্নটিকে পবিত্র প্রতীক হিসেবে সম্মান করে। এই কারণে সোমালিয়ায় সিঙ্গারা নিষিদ্ধ।

৩) ডিসপ্রিন: আমাদের দেশে কারো মাথাব্যথা শুরু হলেই সবার প্রথমে ডিসপ্রিন ব্যবহার করেন। এটি অবশ্য তাৎক্ষণিক স্বস্তিও দেয়। এদেশের যেকোনো ওষুধের দোকানে সহজেই পেয়ে যাবেন। তবে আমেরিকা ও ইউরোপে এটি নিষিদ্ধ। বিশেষজ্ঞদের মতে ডিসপ্রিন, শরীরে প্লেটলেট কমায় যা জীবনের ক্ষেত্রে ঝুঁকি হতে পারে।

Image

৪) Alto 800: অল্টো ৮০০ গাড়িটি বাজেটের মধ্যে হাওয়ায় প্রায় ভারতীয় পরিবারগুলিতে এই গাড়িটি দেখা যায়। তবে এই গাড়িটি বিদেশে সুরক্ষা প্রদান করে না। তাই এটি ইউরোপীয় দেশগুলিতে নিষিদ্ধ করা হয়েছে।

৫) লাইফবয় সাবান: ভারতবর্ষে লাইফবয় সাবানের ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিশেষজ্ঞদের মতে, লাইফবয় সাবান ব্যবহারে তাকে ক্ষতিকারক প্রভাব পড়ে। এই কারণেই আমেরিকায় এই সাবান কেউ ব্যবহার করে না।

Image

৬) রেড বুল: এনার্জি ড্রিংকস রেড বুল ফ্রান্স ও ডেনমার্কের সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিশেষজ্ঞদের মতে এই পানীয়টি হার্ট অ্যাটাক, ডিহাইড্রেশন উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়। তবে এতকিছু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারতীয়রা খুব উপভোগ করেন।

৭) কাঁচা দুধ: ভারতে ১০০টি পরিবারের মধ্যে ৯৯ জনই প্রতিদিন কাঁচা দুধ পান করেন। দেশের প্রতিটি গ্রাম থেকে শহরে গোয়ালারা সরাসরি বালতি করে ঘরে ঘরে দুধ পৌঁছে দিচ্ছেন, কিন্তু আমেরিকা বা।কানাডায় এমনটা হয় না। বিশেষজ্ঞদের মতে এতে বিপদজনক জীবাণু রয়েছে যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।