প্রতিদিন সকাল সাড়ে ৮টায় ৫২ সেকেন্ডের জন্য থেমে যায় এই শহরটি, কিন্তু কেন

গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় এমন রীতিনীতি রয়েছে যা সত্যি অবাক করার মত। ভারতবর্ষের এমন একটা শহর রয়েছে যেখানে, ঘড়িতে সকাল সাড়ে আটটা বাজতেই হঠাৎ পুরো শহর থমকে যায়। সেই মুহূর্তে রাস্তায় গাড়ি, অটো চললেও তা দাঁড়িয়ে পড়ে ট্রাফিকের লাল বাতি ছাড়াই।

Image

বাজার থেকে শুরু করে ব্যস্ত রাস্তা বা পথ চলতি মানুষজন নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়েন। আসলে এটি তেলেঙ্গানার একটি শহরের ঘটনা। কিন্তু কেন এমন থেমে যায় গোটা শহর? এই নিয়ে বাইরে থেকে আসা অনেক মানুষের মনে প্রশ্ন জাগে। তবে খবর সুত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার সময় ওই শহরে জুড়ে বেজে ওঠে জাতীয় সঙ্গীত।

Image

জানিয়ে রাখি, ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের সময়সীমা ৫২ সেকেন্ড। আর ওই ৫২ সেকেন্ড রাস্তায় দাঁড়িয়ে থাকেন বাচ্চা থেকে বুড়ো এবং দাঁড়িয়ে স্যালুট জানান। তেলেঙ্গানার এই শহরটির নাম নালগোন্ডা। ৭ হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে এই শহরের জনসংখ্যা ১৬ লক্ষের বেশি।

Image

সম্প্রতি ২০২২ সালের ২৩ শে জানুয়ারি থেকে এই নিয়ম চালু হয়েছে নালগোন্ডা শহরে। ‘জনগণমন উৎসব’ সমিতির সভাপতি তার বন্ধুদের সাহায্যে এই নিয়মটি চালু করেছেন বিজয় কুমারের দাবি এর মাধ্যমে মানুষের মনে দেশভক্তি বাড়িয়ে তোলা যায়।

নালকোন্ডা শহরে ১২টি মুখ্য প্রান্তে মাইকের মাধ্যমে জাতীয় সঙ্গীত বাজানো হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনার ভিডিও ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে। এমনকি নালকুন্ডা শহরের পার্শ্ববর্তী গ্রামগুলিও একই প্রথা চালু করার সিদ্ধান্ত নিতে চলেছে।