আইপিএল থেকে বিলুপ্ত হয়ে গেছে এই পাঁচটি দল; একটি চ্যাম্পিয়নও হয়েছিল

শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল। এই ১৫তম আসরে শিরোপা জয়ে দশটি দলের মধ্যে প্রবল লড়াই হচ্ছে। যাইহোক, ২০০৮ সালের আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত অনেক দুর্দান্ত দল তাদের শক্তি দেখিয়েছে আবার কিছু দলের অস্তিত্ব হারিয়ে গেছে। এই প্রতিবেদনে, আইপিএলের ইতিহাসে যে পাঁচটি দল বিলুপ্ত হয়ে গেছে; এবার বিস্তারিত জেনে নেওয়া যাক:

১) ডেকান চার্জার্স:

২০০৮ সালে আইপিএলে একটি দুর্দান্ত দল হিসেবে অভিযান শুরু করে ডেকান চার্জার্স। এই দলটিতে কুমার সাঙ্গাকারা, রোহিত শর্মা, অ্যান্ড্রু সাইমন্ডসের মতো তাবড় তাবড় খেলোয়াড়রা ছিলেন। প্রথম মরসুমে দলটি ভালো পারফর্ম করতে না পারলেও পরের মরসুমে চ্যাম্পিয়ন হয়। তবে ২০১২ সালে এত ভাল দলটিকে আইপিএল নিষিদ্ধ করে দেয়। এর কারণ হিসেবে দেখানো হয়েছিল তারা চুক্তি অনুযায়ী শর্ত পূরণ করেনি। এরপর নতুন দল হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির উৎপত্তি হয়। 

২) কোচি টাস্কার্স কেরালা:

২০১১ সালে আইপিএলে নতুন দল হিসেবে আসে কোচি টাস্কার্স কেরালা। এই দলে ব্রেন্ডন ম্যাককালাম, রবীন্দ্র জাদেজা, মুরালিধরন ও মাহেলা জয়াবর্ধনের মত বিখ্যাত ক্রিকেটাররা এই দলে নাম লিখিয়েছিলেন। তবে পরের বছরই বিসিসিআই এই দলটিকে নিষিদ্ধ করে দেয়। এর কারণ হিসেবে বলা হয় তারা তাদের শর্ত পূরণ করতে পারেনি। কিন্তু পরে মামলা করলে উল্টে বিসিসিআইকে ৫৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল।

৩) পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া:

২০১১ সালে যে দুটি দল আইপিএলে নতুন করে যোগ দিয়েছিল তাদের মধ্যে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া একটি। এই দলটি তাদের শিবিরে অনেক বিখ্যাত খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করে। যার মধ্যে ছিলেন যুবরাজ সিং, স্টিভ স্মিথ ও সৌরভ গাঙ্গুলীর মতো ক্রিকেটাররা। তবে বিসিসিআই কর্তৃপক্ষ ও পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার মধ্যে প্রচন্ড বাকবিতণ্ডা শুরু হয় কয়েক কোটি টাকার হিসাব নিয়ে। এরপর কেবল দুই বছরই আইপিএলে টিকতে পেরেছিল এই দলটি।

৪) গুজরাট লায়ন্স:

২০১৬ সালে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস দুই বছরের জন্য নিষিদ্ধ হলে নতুন দুটি দল হিসেবে উৎপত্তি হয়েছিল, তার মধ্যে গুজরাট লায়ন্স একটি। আর এই দলটির নেতৃত্বভার দেওয়া হয়েছিল সুরেশ রায়নাকে। প্রথম মরসুমে তারা বাঘা বাঘা দলকে পিছনে ফেলে প্লে-অফে জায়গা করে নিয়েছিল এই দলটি। এরপর দু’বছর নিষেধাজ্ঞা কাটিয়ে চেন্নাই সুপার কিংস ফিরলে এই দলটিকে বের করে দেওয়া হয়।

৫) রাইজিং পুনে সুপারজায়ান্টস:

চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের নিষেধাজ্ঞার কারণে আইপিএলে আরেকটি দলে উৎপত্তি হয়েছিল, যার নাম রাইজিং পুনে সুপারজায়ান্টস। দলটি মহেন্দ্র সিং ধোনি সহ নামিদামি ক্রিকেটারদের নিয়ে অভিযান শুরু করেছিল। দলটি প্রথম মরসুমে ভালো পারফর্ম না করলেও পরের মরসুমে ফাইনালে প্রবেশ করে এবং মাত্র ১ রানের জন্য শিরোপা হাতছাড়া হয়। এরপর নিষিদ্ধ হওয়া দল দুটি ফিরে এলে রাইজিং পুনে সুপারজায়ান্টসেরও বিলুপ্তি ঘটে।