যে পাঁচটি ঘটনা আইপিএলকে কলঙ্কিত করেছে; #২নংটি কেউ মনে রাখতে চায় না

বিশ্বের টি-টোয়েন্টি লিগগুলির মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেরা। প্রতিটি উঠতি খেলোয়াড় এর লক্ষ্য থাকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা। আর এই টুর্নামেন্টের মাধ্যমেই বর্তমান ভারতীয় দলে বেশকিছু তাবড় তাবড় ক্রিকেটারের আবির্ভাব ঘটেছে। ২০০৮ সালে শুরু হওয়া এই টি-টোয়েন্টি লিগ অনেক গৌরব অর্জন করলেও এমন কিছু ঘটনা ঘটেছে যা কেউ মনে রাখতে চান না।

আজকের প্রতিবেদনে, আইপিএলকে কলঙ্কিত করেছে যে পাঁচটি ঘটনা এবার সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক:-

৫) গৌতম গম্ভীর বিরাট কোহলি ‘লড়াই’:

IPL Controversies Over The Years: SRK Ban, Modi Sacking To Kohli-Gambhir  Fight

২০১৩ আইপিএলে দুই ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর ও বিরাট কোহলি প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়তে যাচ্ছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা মধ্যে ম্যাচ চলাকালীন বিরাট কোহলি আউট হলে গৌতম গম্ভীর অতিরিক্ত উচ্চসিত হয়ে পড়েন। এটি বিরাট কোহলি একেবারেই ভাল চোখে নেন নি। এরপরেই আগ্রাসী ক্রিকেটার একে অপরের দিকে তেড়ে যান। এই ঘটনায় দুজনকে ম্যাচ ফি বাবদ জরিমানা পর্যন্ত দিতে হয়েছিল।

৪) শাহরুখ খান ‘বিতর্ক’:

Bollywood star Shahrukh Khan banned from Mumbai stadium after brawl | The  World from PRX

মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত কলকাতা ও মুম্বাই এর একটি ম্যাচ চলাকালীন কেকেআরের মালিক শাহরুখ খান মাঠে কর্মকর্তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছিলেন। কেউ কেউ বলেন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এর ফলে বলিউড ‘বাদশা’ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন।

৩) আশ্বিনের ‘মানকড়’ আউট:

Ravichandran Ashwin responds to a fan who asked him about whom he will  Mankad this IPL on Twitter - CRICKET IS LIFES

২০১৯ আইপিএলে রাজস্থান ও কিংস ইলেভেন পাঞ্জাব এর মধ্যে একটি ম্যাচ রবীচন্দ্রন অশ্বিন বোলিং করার সময় নন-স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা জস বাটলার ক্রিজ ছেড়ে বেরিয়ে তিনি (অশ্বিন) উইকেটের বেল উড়িয়ে দেন। এর ফলে ক্রিকেটের নিয়মে বাটলার মানকড় আউট হন। তবে এই নিয়ে চরম বিতর্কের ঢেউ উঠেছিল ক্রিকেটমহলে। এখনও মাঝেমধ্যে ইংলিশ ক্রিকেট তারকারা অশ্বিনকে খোঁচা দেয়।

২) ‘স্পট ফিক্সিং’ বিতর্ক:

3 Teams Who Can Pick S Sreesanth In IPL 2021 Auction

২০১৩ সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলার শ্রীশান্ত সহ কিছু খেলোয়াড় ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত হয়েছিলেন। এই বিষয়টি খতিয়ে দেখে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এর পাশাপাশি ফিক্সিংয়ে অভিযুক্ত খেলোয়াড়দের কারাবাস হয়। এই ঘটনা আইপিএলকে কলুষিত করেছিল।

১) শ্রীশান্তের হরভজনের ‘চড়’:

Slapping Sreesanth was a mistake, should never have done that: Harbhajan  Singh - Sports News

২০০৮ আইপিএলের উদ্বোধনী মরসুমে মুম্বাই ইন্ডিয়ানস ও কিংস ইলেভেনের মধ্যে ম্যাচ চলাকালীন শ্রীশান্ত এর আগ্রাসী মনোভাবের জন্য তার গালে একটি চড় মেরেছিলেন হরভজন সিং। অত্যন্ত ব্যথিত হন এই ভারতীয় ফাস্ট বোলার। এই অমানবিক ঘটনার পর হরভজনকে ১১টি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।