শুধু চিতা নয়, ভারতবর্ষ থেকে এই প্রাণীগুলোও বিলুপ্ত হয়ে গেছে; তারা কি ফিরে আসবে?

আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নামিবিয়া থেকে আটটি চিতাবাঘকে মধ্যপ্রদেশের কুনো-পালপুর অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে। এই বিষয়ে দেশের সর্বত্রই আলোচনা হচ্ছে। কিন্তু জানেন কি ভারতবর্ষে শুধু চিতা নয়, অনেক প্রাণীই বিলুপ্ত হয়ে গেছে। এবার দেখে নেওয়া যাক।

২০১৪ সালের একটি প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মোট গাছপালার ১১.৫ শতাংশ রয়েছে ভারতে। সুতরাং এখানে সমস্ত জীবের ৬.৪৯ অংশ রয়েছে। জানা যায় ১৫ প্রজাতির পাখি এবং ১২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সংকটের মুখে রয়েছে। এছাড়াও ১৮ প্রজাতির সরীসৃপ এবং উভচর প্রাণীকে সংকটাপন্ন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।  

Image

এবার দেখে নেওয়া ভারতবর্ষ থেকে কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে 

ভারতীয় অরোচ: এই জাতীয় প্রাণীগুলি ভারতের উষ্ণ ও শুষ্ক অঞ্চলে বসবাস করত। তাদের উচ্চতা ছিল ৬.৬৬ ফুট এবং ওজনে প্রায় ১০০০ কেজি। ভারতীয় বাইসন বা গৌড় ভারতে পাওয়া অন্যতম গবাদি পশুর বৃহত্তম প্রজাতি। ভারতীয় অরোচের মতো জেবু এবং গৌড় বিলুপ্ত হয়ে গেছে।

Image

সুমাত্রান গন্ডার: এই প্রাণীটিকে ভারতে বিলুপ্তপ্রায় প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই দুটি শিং বিশিষ্ট গন্ডার সবচেয়ে ছোট প্রজাতির গন্ডার।

হিমালয়ান কোয়েল: এই পাখিটিকে শেষবার ১৮৬৭ সালে মুসৌরিতে দেখা গিয়েছিল। মাঝারি আকারের এই পাখিটি এক সময় উত্তরাখন্ডে পাওয়া যেত।

গোলাপি মাথার হাঁস: এটি ছিল ভারতের অন্যতম সুন্দর পাখি। গোলাপি মাথার হাঁসটি ছিল উড়ন্ত কালো বাদামি হাঁস, যা ভারতজুড়ে পাওয়া যেত।

Image

বিংশ শতকে ভারতীয় চিতার সংখ্যা দ্রুত হ্রাস পায়। ১৯১৮ থেকে ১৯৪৫ সালের মধ্যে ২০০ টি চিতা আমদানি করা হয়েছিল। কথিত আছে ১৯৪৭ সালে কোরিয়ার রাজা রামানুজ প্রতাপ সিং দেব দেশের শেষ তিনটি চিতাকে শিকার করে হত্যা করেছিলেন। এরপর ১৯৫২ সালে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ভারতীয় চিতাদের বিলুপ্ত ঘোষণা করে।