জানেন ইংরেজির i এবং j এই দুটি অক্ষরের মাথায় বিন্দু থাকে কেন? ৯৯% মানুষের অজানা

আমরা সবাই জানি ইংরেজিতে a থেকে z পর্যন্ত মোট ২৬টি অক্ষর রয়েছে। তবে এর মধ্যে i এবং j দুটি অক্ষর রয়েছে যার মাথায় দুটি বিন্দু রয়েছে, কিন্তু আপনি জানেন কি এই বিন্দুটি ঠিক থাকে কেন? এর পেছনে কোন কারণ রয়েছে, এবার জেনে নেওয়া যাক।

লেখার সময় আমরা সবাই লিখি কিন্তু এর ব্যবহার সম্পর্কে খুব কম মানুষই জানেন। আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে ইংরেজির i এবং j এই দুটি অক্ষরের মাথায় বিন্দু থাকে কেন। প্রথমে জানিয়ে রাখি, এই বিন্দুকে শিরোনাম বা টাইটেল বলা হয়।

Image

টিনি+ লিটিল দিয়ে তৈরি এই শিরোনামটি একটি ল্যাটিন শব্দ Titulus থেকে তৈরি এবং এর অর্থ শিলালিপি বা শিরোনাম। প্রসঙ্গত এই বিষয়ে ১১ শতকে ল্যাটিন পান্ডুলিপিতে উদ্ভূত হয়েছিল।

আসলে ইংরেজির ৫টি অক্ষর যথা — h, i, j, k, l-এ i এবং j কে বাকিদের চেয়ে আলাদা করার জন্য তৈরি করা হয়েছিল। কারণ শুরুতেই এই পাঁচটি অক্ষর প্রায় একই রকম দেখতে ছিল। এবং সবকটি অক্ষরে একটি করে সরলরেখা রয়েছে।

বিশেষত এই i এবং j এরকম দেখতে ছিল। জানা যায়, পরে এই থেকে i অক্ষরটির আকৃতি দেওয়া হয়। যদিও সেই সময় বিন্দু দুটো এত ছোট ছিল না। প্রথমে যথেষ্ট বড় বিন্দু ব্যবহার করা হতো i এবং j কে আলাদা করার জন্য।

এরপর এই অক্ষর দুটির ব্যবহারের সাথে সাথে বিন্দু দুটিও ক্রমশ ছোট হতে শুরু করে। তো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন i এবং j অক্ষর দুটির উপরে ছোট ডট বা বিন্দুকে কি বলা হয় এবং এটি কেন ব্যবহার করা হয়েছে।