এই ৬ জন ভারতীয় ক্রিকেটার ‘বাংলার জামাই’, বঙ্গনারীদের রূপে মুগ্ধ হয়ে বিয়ে করেন

Indian cricketer married Banganari: বলিউড ও ক্রিকেটের রসায়ন আজ নতুন নয়, তা প্রায় তিন দশক ধরে চলে আসছে। মনসুর আলী খান পাটৌদি প্রথম ক্রিকেটার যিনি বঙ্গ তনয়া অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে বিয়ে করেন। কিন্ত শুধু এই বঙ্গ ললনা একা নন, এমন বেশ কয়েকজন বঙ্গ নারী আছেন যারা ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আজ সংসার পেতেছেন। তেমনি কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদনটি।  

ঋদ্ধিমান সাহা: ২০০৮ সালে আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক ঘটে ঋদ্ধির। ২০১০ সালে ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন এই ক্রিকেটার এবং ২০১১ সালে বঙ্গ কন্যা রোমি সাহাকে বিয়ে করেন ঋদ্ধিমান। বতমানে তাঁদের দুই সন্তানও রয়েছে। যদিও ঋদ্ধিমান একজন বাঙালি ক্রিকেটার ছিলেন এবং বর্তমানে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন। 

মহম্মদ শামি: ভারতীয় ফাস্ট বোলার শামির সঙ্গে বিবাহ হয় বঙ্গনারী হাসিন জাহানের সাথে। তিনি কেকেআর-এর চিয়ার লিডার ও মডেল ছিলেন। আইপিএল চলাকালীন তাদের প্রেমের সূত্রপাত ঘটে। ২০১২ সালে তাদের বিয়ে হয়। যদিও সে বিবাহ বেশি দিন স্থায়ী হয়নি। হাসিন জাহান বিভিন্ন অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদের মামলা করেন এবং সেই মামলার শুনানি এখনো হয়নি। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। বর্তমানে মহম্মদ শামিও গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন। 

মহেন্দ্র সিং ধোনি: ২০০৭ সালে দুজনের প্রথমবার দেখা হয় কলকাতার তাজবেঙ্গল হোটেলে। প্রথম সাক্ষাতেই সাক্ষীকে বেশ পছন্দ হয়ে গিয়েছিল ধোনির এবং পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অনেকে মনে করেন ধোনি স্বয়ং সাক্ষাৎ লক্ষ্মী পেয়েছেন। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম জিভা। ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো সিএসকে এর হয়ে খেলছেন। সম্ভবত এটাই তার শেষ আইপিএল। 

শিখর ধাওয়ান: ভারতীয় ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ানও এক প্রবাসী বঙ্গনারীকে বিয়ে করেছিলেন। তবে আয়েশা মুখার্জির সঙ্গে তার দাম্পত্য জীবন সুখের হয় নি। যদিও আয়েশা বিবাহিত ছিলেন এবং তারপর ধাওয়ানের সাথে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যদিও তাদের বিয়ে শেষ পর্যন্ত টেকেনি। ২০১০ সালে বিবাহ করেন এবং ২০২১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বর্তমানে ধাওয়ান পাঞ্জাব সুপার কিংসের হয়ে খেলছেন। 

সৌরভ গাঙ্গুলী: সৌরভ গাঙ্গুলী বাঙালি হলেও একজন ভারতীয় ক্রিকেটার। সেই হিসেবে তিনিও একজন বঙ্গ নারীকেই মন দিয়েছেন। ডোনা ও সৌরভ গাঙ্গুলীর প্রেম কোন রোমান্টিক সিনেমাকেও হার মানাতে পারে। জানা যায়, দুই পরিবার এই সম্পর্ক মানতে নারাজ ছিল, কিন্তু তারা লুকিয়ে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও সৌরভ গাঙ্গুলী এখনো ক্রিকেট লিগ আইপিএলের সাথে যুক্ত রয়েছেন।