শীঘ্রই অবসর নিতে চলেছেন এই ৬ ভারতীয় ক্রিকেটার, তালিকায় দু’জন বিশ্বকাপজয়ী

এই ৬ ভারতীয় ক্রিকেটারের অবসরের ঘোষণা শুধু সময়ের অপেক্ষা

ভারতীয় দলের বেশ কিছু তারকা ক্রিকেটার রয়েছে যারা দীর্ঘদিন ধরে দলের বাইরে রয়েছেন। কারও পারফরম্যান্সের অভাব আবার কেউ বয়সজনিত কারণে। এছাড়াও বেশ কিছু ক্রিকেটার রয়েছেন যারা দুর্দান্ত ছন্দ থেকেও দলে সুযোগ পাচ্ছেন না। সম্ভবত এই কারণেই তাদের অবসরের চিন্তাভাবনা চলছে। খুব সম্ভবত ২০২৩ বিশ্বকাপের পরেই অবসর ঘোষণা করতে পারেন।

১) শিখর ধাওয়ান (Shikhar Dhawan): ভারতীয় দলের বাঁ হাতে ওপেনার শিখর ধাওয়ান দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের বাইরে রয়েছে। সাদা বলের ক্রিকেটে ভালো পারফর্ম করলেও নিয়মিত সুযোগ পাচ্ছেন না দলে। ধাওয়ান হয়তো বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, না হলে অবসর গ্রহণ করতে পারেন।

২) ঈশান্ত শর্মা (Ishant Sharma): ভারতীয় দলের ফাস্ট বোলার ঈশান্ত শর্মা একসময় টেস্ট দলের অন্যতম সেরা অস্ত্র ছিলেন। কিন্তু ওডিআই বা টি টোয়েন্টি ক্রিকেটে কখনোই নিয়মিতভাবে খেলেননি। ১০৫টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডানহাতি পেসারের। বর্তমানে টেস্ট দলের বাইরে রয়েছেন। ফলে অবসর নিয়ে চিন্তাভাবনা করতে পারেন তিনি। 

৩) দীনেশ কার্তিক (Dinesh Karthik): দীনেশ কার্তিকও খুব শীঘ্রই অবসর নিতে পারেন। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। এরপর ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সদস্যও ছিলেন। ২০২১ আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেখানেও ব্যর্থ হন। তার অবসরের ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।

৪) ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha): ভারতীয় দলের শ্রেষ্ঠ উইকেট কিপারদের মধ্যে ঋদ্ধিমান সাহা অন্যতম। দুরন্ত ফর্মে থেকেও টেস্ট দল থেকে বাদ পড়তে হয়েছিল এই বাংলার খেলোয়াড়কে। সম্প্রতি আইপিএলেও তার ব্যাট থেকে প্রচুর রান এসেছে এবং ভাবা হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে সুযোগ পাবেন। কিন্তু তা হয়নি। ফলে ঋদ্ধিও এবার অবসর ঘোষণা করতে পারেন।

৫) চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara): সম্প্রতি কাউন্টি ক্রিকেট ও ঘরোয়া লিগ থেকে দুর্দান্ত পারফর্ম করে ভারতীয় দলে জায়গা করে নেন চেতেশ্বর পুজারা। আশা করা হয়েছিল, তার ব্যাট থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বড় রান আসবে। কিন্তু পুরোপুরি ব্যর্থ হন। এই কারণেই ওয়েস্ট ইন্ডিজ সফরে দল থেকে বাদ পড়েছেন। এই ৩৫ বছর বয়সী ক্রিকেটারের দলে ফেরা হয়তো অসম্ভব তাই তিনিও ক্রিকেটকে বিদায় জানাতে পারেন।

৬) পীযূষ চাওলা (Piyush Chawla): ভারতীয় দলের লেগ স্পিনার পীযূষ চাওলা দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন। তিনি ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন। এবার আইপিএলে ভালো পারফর্ম করছেন চাওলা। তবে ভারতীয় দলের দরজার তার জন্য যে বন্ধ তা বুঝে গিয়েছেন। ফলে তার অবসর নেওয়াটা শুধু সময়ের অপেক্ষা।