সাধারণ জ্ঞান কুইজ: জানেন ভারতের নদীগুলোর মধ্যে কোনটি ‘পুরুষ নদী’?

ভারতের যে নদীটি ‘পুরুষ নদী’ নামে পরিচিত

General Knowledge Quiz: আমাদের ভারতবর্ষ ‘নদীমাতৃক দেশ’। এদেশে অসংখ্য নদনদী বয়ে চলেছে। নদীর জলকে কাজে লাগিয়ে কৃষিক্ষেত্র হোক বা শিল্পাঞ্চল ব্যাপকভাবে উন্নতি ঘটিয়েছে। তবে জানেন কী ভারতের নদীগুলোর মধ্যে পুরুষ নদী কোনটি? এই প্রতিবেদনে তেমনি কিছু নদী সম্পর্কিত আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এবার একনজরে দেখে নিন।

১) প্রশ্ন: ভারতের দীর্ঘতম নদী কোনটি? 
ক) ব্রহ্মপুত্র
খ) গঙ্গা
গ) সিন্ধু
ঘ) গোদাবরী
উত্তর: খ) গঙ্গা (Ganges)
— ভারতের দীর্ঘতম নদীটির নাম গঙ্গা। গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় ২৫১০ কিমি। এটি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

২) প্রশ্ন: কোন নদীকে ‘পশ্চিমবঙ্গের দুঃখ’ বলা হয়?
ক) অজয়
খ) জলঢাকা
গ) দামোদর
ঘ) ময়ূরাক্ষী
উত্তর: গ) দামোদর (Damodar)
— দামোদর নদীকে ‘পশ্চিমবঙ্গের দুঃখ’ বলা হয়। আসলে অতীতে দামোদর নদীর সমভূমিতে ভয়াবহ বন্যা দেখা দিত, যে কারণে মানুষ ও পশুপাখিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো। যদিও বর্তমানে বাঁধ নির্মাণের ফলে কিছুটা বন্যা নিয়ন্ত্রণ করা গেছে।

৩) প্রশ্ন: ভারতের কোন নদীটি উল্টো দিকে প্রবাহিত হয়েছে?
ক) নর্মদা
খ) লুনি
গ) মহানদী
ঘ) সুবর্ণরেখা
উত্তর: ক) নর্মদা (Narmada)
— নর্মদা নদীর বিপরীত প্রবাহের ভৌগোলিক কারণ হল রিফ্ট ভ্যালি। আসলে রিফ্ট ভ্যালির ঢাল বিপরীত দিকে রয়েছে। এই কারণেই এই নদীটি পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে।

৪) প্রশ্ন: ভারতের মধ্যে প্রবাহিত কোন নদীটি হিমালয়ের থেকে অধিক প্রাচীন?
ক) শতদ্রু
খ) গঙ্গা
গ) বিপাশা
ঘ) ইরাবতী
উত্তর: ক) শতদ্রু (Shatadru)
— শতদ্রু নদীর উৎস হল কৈলাশ পর্বত, যা হিমালয়ের চেয়ে অধিক প্রাচীন। এটি উত্তর ভারতের পাঞ্জাব ও পাকিস্তানের ঐতিহাসিক সন্ধিক্ষণ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য হল ১৪৫০ কিমি।

৫) প্রশ্ন: ভারতের নদীগুলোর মধ্যে কোনটি ‘পুরুষ নদী’?
ক) গোদাবরী
খ) দামোদর
গ) সিন্ধু
ঘ) ব্রহ্মপুত্র
উত্তর: ঘ) ব্রহ্মপুত্র (Brahmaputra)
— ভারতের নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্রকে পুরুষ নদী বলা হয়। আসলে নদ ও নদীকে লিঙ্গ হিসেবে বিবেচনা করলে ব্রহ্মপুত্র নদ পুরুষ হচ্ছে। এছাড়া ভারতের যে সকল নদীগুলি রয়েছে তাদের নামগুলিও সাধারণত নারীদের নামেই রাখা হয়েছে।