বাংলা ফিল্ম দিয়ে ক্যারিয়ার শুরু করা এই ৬ জন অভিনেত্রী বলিউড কাঁপিয়েছেন

বলিউডের এই ৬ জন নায়িকা বাংলা সিনেমার হাত ধরে অভিনয়ে এসেছেন

Bollywood actress: বলিউডে জায়গা করে নেওয়া সহজ নয়। অনেক সময় ছোট পর্দা থেকে এসে হিন্দি ইন্ডাস্ট্রিতে পাকাপোক্ত স্থান করেছেন আবার অনেকেই হারিয়েছেন মহানগরীর ভীড়ে। বর্তমানে বলিউডে যে অভিনেত্রীরা তারকা সুলভ খ্যাতি অর্জন করছেন, তাদের মধ্যে অনেকেরই ক্যারিয়ার শুরু হয়েছিল বাংলা সিনেমার হাত ধরে আর পরবর্তীতে বলিউডে জমিয়ে কাজ করছেন। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক… 

শর্মিলা ঠাকুর (Sharmila Tagore): ঠাকুর বংশোদ্ভূত এই বাঙালি অভিনেত্রী বলিউডের একজন নামকরা তারকা কিন্তু তাকে অভিনয়ের দুনিয়াতে অভিষেক ঘটান পরিচালক সত্যজিৎ রায়। ‘অপুর সংসার’ ছবিতে শর্মিলা সিনেমায় পা রেখেছিলেন।এই ছবিটি প্রথম সিনেমা যা ভারতীয়দের ঝুলিতে অস্কার এর মতো আন্তর্জাতিক স্তরে পুরস্কার এনে দিয়েছে।

রাখি গুলজার (Rakhi Gulzar): বলিউডের এই সুপারস্টার অভিনেত্রী কেরিয়ার শুরু করেন বাঙালি পরিচালকের পরিচালিত ‘বধূবরণ’ বাংলা চলচ্চিত্রের মাধ্যমে। এরপর তিনি বলিউডে ধর্মেন্দ্রর বিপরীতে ‘জীবন মৃত্যু’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন। এর পর তাকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি।

বিদ্যা বালান (Vidya Balan): বর্তমানে বলিউডের বড় নাম হলেও তিনিও বাংলা সিনেমার মধ্য দিয়েই বলিউডে পদার্পণ। গৌতম হালদারের ‘ভালো থেকো’ ছবিতে আনন্দীর চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিতে মুখ্য ভূমিকাতে অভিনয় করেছিলেন বিদ্যা। এই ছবিটি অনেক জনপ্রিয়তাও অর্জন করে।

রানী মুখার্জী (Rani Mukherjee): এই বাঙালি অভিনেত্রী বলিউডের প্রথম সারির তারকাদের মধ্য একজন হলেও তার কেরিয়ার শুরু হয়েছিল টলিউড সিনেমার হাত ধরে। ১৯৯৬ সালের তৎকালীন সময়ের হিট ছবি ‘বিয়ের ফুল’ দিয়ে অভিনয় জগতে প্রবেশ। রানী এরপর ‘রাজা কি আয়েগি বারাত’ ছবি দিয়ে বলিউডে প্রবেশ।

রাধিকা আপ্তে (Radhika Apte): বলিউডের আরেক অন্যতম অভিনেত্রী রাধিকা আপ্তে এখনও পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে তিনটি ছবিতে অভিনয় করেছেন। তিনি অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘অন্তহীন’, অতনু ঘোষের ‘রূপকথা নয়’ এবং সৌকর্য ঘোষালের ‘পেন্ডুলাম’ ছবিতে অভিনয় করেছেন। সেই সঙ্গে তিনি অহল্যা নামক এক শর্ট ফিল্মে দেখা গেছে।

জয়া বচ্চন (Jaya Bachchan): জয়া বচ্চনেরও ফিল্মি কেরিয়ার শুভারম্ভ হয়েছিল সত্যজিৎ রায়ের প্রচেষ্টায়। ১৯৬৩ সালের ‘মহানগর’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তারপর তিনি বলিউডে যাত্রা শুরু করেন এবং সেখানেও একাধিক সুপার হিট ছবিতে অভিনয় করেন।