কাউকে না বলে বিয়ে করা থেকে ক্যাপ্টেন্সি ছাড়া, মাহির এই ৫টি সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে

Mahendra Singh Dhoni’s decisions: ২০২২ আইপিএল শুরু ঠিক দুই দিন আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে সবাইকে চমকে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর রবীন্দ্র জাদেজা অধিনায়ক হন। যদিও জাদেজার ব্যর্থতার কারণে ধোনি পুনরায় নেতৃত্বভার গ্রহণ করেছিলেন। তবে এটিই প্রথম নয়, এর আগেও তিনি হঠকারিতার মাধ্যমে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যা সবাইকে অবাক করে দিয়েছিল। এবার সেই ৭টি সিদ্ধান্তের সম্পর্কে জেনে নেওয়া যাক:

১) কাউকে না বলে বিয়ে করা: ২০১০ সালে দেরাদুনের মহেন্দ্র সিং ধোনি সাক্ষীকে বিয়ে করেছিলেন। আর যখন মানুষ হঠাৎ করে তাদের বিয়ের খবর পায় সবাই অবাক হয়ে যায়, কারণ তখন সোশ্যাল মিডিয়া ততটা সক্রিয় ছিল না। এমনকি তার ঘনিষ্ঠ খেলোয়াড় এবং সতীর্থরাও এ বিষয়ে জানতেন না।

Image

২) বিশ্বকাপের পরে ন্যাড়া হওয়া: মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক। তার নেতৃত্বে ভারতীয় দল দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দুবারই বিশ্বকাপ জেতার পর চুলের স্টাইল পাল্টে ছিলেন। ২০০৭ সালে জয়ের পর চুল ছোট করেন এবং এরপর ২০১১ সালে ন্যাড়া হয়ে যান।

Image

৩) টেস্ট ক্রিকেট থেকে অবসর: ধোনির এই সিদ্ধান্তে সবাইকে অবাক করেছে। টেস্ট সিরিজের মাঝপথেই নেতৃত্ব ছেড়ে দেন। এই সময় ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। এর বিশেষ বিষয় হলো ধোনি নিজেই অবসরের ঘোষণা দেননি। পরে বিসিসিআই খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

৪) আন্তর্জাতিক ক্রিকেটে অবসর: ২০১৯ ওডিআই বিশ্বকাপে সেমিফাইনালে পরাজিত হওয়ার পর ধোনিকে আর কখনোই ভারতের জার্সি গায়ে দেখা যায়নি। সবাই ভেবেছিল তিনি অন্তত ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন। কিন্তু তা কোভিডের কারণে তা বাতিল হয়ে যায়। কিন্তু ২০২০ সালে ১৫ই আগস্ট হঠাৎই তিনি অবসর ঘোষণা করেন এবং সেই খবরে অনেকেই ব্যথিত হন।

Image

৫) যোগিন্দর শর্মাকে ফাইনাল ওভারে বল দেওয়া: ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। শেষ ওভারে যখন টানটান উত্তেজনার পারদ সীমা অতিক্রম করেছে। তখনই অধিনায়ক ধোনি অনভিজ্ঞ বোলার যোগিন্দর শর্মার হাতে বল তুলে দেন, যা দেখে সকলেই বিস্মিত হয়ে পড়েন। কিন্তু ধোনির গুরুমন্ত্রে তিনি দুর্দান্ত বোলিং করে ভারতীয় দলকে জিতিয়েছিলেন।