ভারতীয় রেল: এই স্টেশনটির কোনো নাম নেই, এর পিছনের গল্পটি খুবই মজার!

Unnamed Stations in India: রেলওয়েকে দেশের ‘লাইফলাইন’ (lifeline) বলা হয়েছে। ভারতীয় রেল উন্নত পরিষেবা হওয়ার পাশাপাশি এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক (rail network) এবং ভারতবর্ষে প্রায় ৮০০০টি রেলস্টেশন রয়েছে। দেশের প্রতিটি রেলস্টেশনের একটি করে নাম রয়েছে এবং সেগুলি কোনো না কোনো কারণে বিখ্যাত। তবে এই প্রতিবেদনে এমনি একটি রেল স্টেশনের কথা বলা হয়েছে, যার কোনো নাম নেই।

তথ্যের অনুসন্ধানের জন্য জানিয়ে রাখি, এই নামগোত্রহীন (Untitled) রেলস্টেশনটি আমাদের পশ্চিমবঙ্গেই (West Bengal) রয়েছে। স্টেশনটির নাম না থাকায় এখানে আগত যাত্রীদের বেশ সমস্যায় পড়তে হয়। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এমনটা কিভাবে হতে পারে। আসলে এর পিছনে রয়েছে একটি মজার গল্প।

Image

এই রেল স্টেশনটি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঁকুড়া-মশাগ্রাম রেল লাইনের উপর রয়েছে। এছাড়া এই অনামী স্টেশনটি রায়না এবং রায়নাগড় গ্রামের মাঝে অবস্থিত। তবে অতীতে এই স্টেশনটি রায়নাগড় নামে পরিচিত ছিল। কিন্তু রায়না গ্রামের মানুষদের এটা পছন্দ হয়নি। কারণ এই স্টেশনের ভবনটি রায়না গ্রামের জমিতে তৈরি হয়েছিল।

আসলে রায়না গ্রামের মানুষেরা চেয়েছিলেন এই স্টেশনটির নাম রায়নাগড়ের বদলে ‘রায়না’ হওয়া উচিত। এই নিয়ে দুই গ্রামের মধ্যে প্রচন্ড কথাকাটাকাটি শুরু হয়। এমনকি উভয় গ্রামের লোকের মধ্যে প্রবল বিরোধ বাঁধে। এরপর পরিস্থিতির থমথমে ও সামাল দিতে গিয়ে এই খবরটি রেলওয়ে বোর্ডের কাছে পৌঁছে যায়।

Image

শেষ পর্যন্ত ভারতীয় রেলের কর্তৃপক্ষ এখানে থাকা সমস্ত সাইন বোর্ড থেকে স্টেশনটির নাম মুছে ফেলে। সেই থেকেই স্টেশনটির কোনো নাম নেই। যার ফলে স্টেশনটির নিজস্ব কোনও নাম না থাকায় বাইরে থেকে আসা যাত্রীদের ব্যাপক সমস্যায় পড়তে হয়। তবে টিকিটমাস্টার এখনো পুরনো নাম রায়নাগড়ের নামেই টিকিট দেয়।