ভারতীয় দলের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার পর এই নতুন দলটির কোচ হতে চলেছেন রবি শাস্ত্রী

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে রবি শাস্ত্রী কোচ হিসেবে শেষবার ভারতীয় দলের সাথে রয়েছেন। চলতি টুর্নামেন্টের পর কোচ হিসেবে তার মেয়াদও শেষ হচ্ছে। বিগত কয়েক বছরে রবি শাস্ত্রীর আমলে ভারতীয় দল আইসিসি টুর্নামেন্টের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও শিরোপা জিততে ব্যর্থ হয়েছে। এবার ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন রাহুল দ্রাবিড়।

ক্রিকেটের প্রতিটি বিষয় নিয়ে অনেকেই জানার চেষ্টা করেন। তবে এমনও প্রশ্ন হতে পারে, রবি শাস্ত্রী এবার কি করবেন? তিনি একজন দুর্দান্ত ধারাভাষ্যকার তাই কেউ কেউ মনে করছেন ধারাভাষ্যকার হিসেবে আবার ফিরতে চলেছেন। তবে কানাঘুষো শোনা গিয়েছে, তিনি আইপিএলের একটি নতুন দলের কোচ হিসেবে তাকে দেখা যেতে পারে।

Ravi Shastri and Co Set to Part Ways With Indian Team: Report

তার কোচিংয়ে ভারতে দলকে অভাবনীয় সাফল্য দেওয়ার পর রবি শাস্ত্রীকে এবার একটি আইপিএল দলের প্রধান কোচ হিসেবে ভাবা হয়েছে। এই দলটি আমেদাবাদ ছাড়া আর কেউ নয়, যারা প্রথমবার ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে আইপিএলে পা রাখতে চলেছে।

ক্রিকবাজ এর একটি রিপোর্ট অনুযায়ী, রবি শাস্ত্রীকে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হতে পারে। শুধু তাই নয়, রবি শাস্ত্রীর পাশাপাশি ভারতীয় সাপোর্টিং স্টাফ, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ এস শ্রীধরকেও অন্তর্ভুক্ত করতে পারে আমেদাবাদ দল।

Almost possibility of inclusion of Ahmedabad as a new franchise in the  upcoming edition of IPL, Addition of 2 teams, BCCI called AGM -

একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি লোকেরা দুবাইতে বর্তমান ভারতীয় প্রধান কোচ রবি শাস্ত্রির সাথে সাক্ষাৎ করেছে এবং তাকে তাদের দলে যোগদান করার প্রস্তাব দিয়েছে। তবে রবি শাস্ত্রী স্পষ্টতই বলেছেন, যা কিছু সিদ্ধান্ত বিশ্বকাপের পরেই নেওয়া হবে।

ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার আগে ধারাভাষ্যকার জগতে রবি শাস্ত্রীর যথেষ্ট সুনাম রয়েছে। তার গমগমে কন্ঠ ও চমকপ্রদ ধারাভাষ্য কখনও ভোলার নয়। তবে এখন তিনি কেবল শুধু কোচিংয়ে ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে ছুটে চলেছেন।