প্রতিটি T20 বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন এই ৫ ব্যাটসম্যান

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতে ফেভারিট দল হিসেবে ভাবা হলেও বিরাট কোহলির দল শেষ চারে জায়গা করতে ব্যর্থ হয়। প্রথম দুটি ম্যাচে ভারতীয় দলে ব্যাটসম্যানদের ব্যর্থতায় পর্যায়ের মুখোমুখি হতে হয়েছে। তবে শেষ তিনটি ম্যাচে অসাধারণ ব্যাটিংয়ে নিজেদের জাত চিনিয়েছেন তারা। 

তবে আজকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন যে ৫ ব্যাটসম্যান, এবার তাদের সম্পর্কে বিস্তারিত রইল। উল্লেখ্য এখনো পর্যন্ত ৭ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিনবার এই তালিকায় স্থান অর্জন করছেন বিরাট কোহলি। 

১) ২০০৭ সাল: গৌতম গম্ভীর

Gautam Gambhir relives India's 2007 Twenty20 World Cup triumph | Cricket  News – India TV

২০০৭ উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে শিরোপা জয়লাভ করে ভারতীয় দল। ফাইনাল ম্যাচে গৌতম গম্ভীরের ৭৫ রানের ইনিংসটি কখনো ভোলার নয়। এই টুর্নামেন্টের তিনটি হাফ সেঞ্চুরির পাশাপাশি তিনি ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ২২৭ রান করেছিলেন।

২) ২০০৯ সাল: যুবরাজ সিং

India's tour of Australia: Yuvraj, Nehra included in T20 squad, Raina axed  from ODIs - Sports News

২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে সুপার-৮ থেকে বিদায় নিতে হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তান। আইপিএলের কারণে এই টুর্নামেন্টে ভারতীয় দলের পারফরম্যান্স ভালো ছিল না। তবে দলের হয়ে সর্বোচ্চ রান (১৫৩) করেন যুবরাজ সিং।

৩) ২০১০ সাল: সুরেশ রায়না

Suresh Raina joins MS Dhoni in announcing retirement from international  cricket: Reports

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল সুপার-৮ থেকে বিদায় নিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুরেশ রায়না ৬০ বলে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এটি ছিল একমাত্র কোন ভারতীয় ব্যাটসম্যানের টি-টোয়েন্টি বিশ্বকাপে করা সেঞ্চুরি। এছাড়াও সর্বোচ্চ রানটি (২১৯) রায়নার ব্যাট থেকে আসে।

৪) ২০১২ সাল: বিরাট কোহলি

Virat Kohli's 183 against Pakistan in Asia Cup is one of his greatest  innings: Gautam Gambhir

২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলকে টানা তিনবার সুপার-৮ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল। এই সময় ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান (১৮৫) সংগ্রাহক ব্যাটসম্যান ছিলেন বিরাট কোহলি।

৫) ২০১৪ সাল: বিরাট কোহলি

Virat Kohli's Man of the Match 72* v South Africa

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল। কিন্তু ভারতের দেওয়া ১৩১ রানের লক্ষ্যমাত্রাটি খুব সহজেই চেস করে লাসিথ মালিঙ্গার দল। তবে শুধু ভারতীয় দলের নয়, টুর্নামেন্টের সর্বোচ্চ রান (৩১৯) সংগ্রহ করে বিরাট কোহলির ম্যান অব দ্যা সিরিজ হয়েছিলেন।

৬) ২০১৬ সাল: বিরাট কোহলি

T20 World Cup 2016: Virat Kohli v Australia video, Mitchell Johnson tweet,  world reaction

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নিয়েছিল। তবে ফর্মে থাকা বিরাট কোহলির ব্যাট থেকে সর্বোচ্চ ২৭৩ রান আসে, যে কারণে তিনি পরপর দুবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

৭) ২০২১ সাল: কে এল রাহুল

T20 World Cup 2021: Aakash Chopra reiterates that KL Rahul is India's best  T20 batter

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফর্মেন্স অন্যান্য গুলির তুলনায় সবচেয়ে খারাপ। এর আগে ভারতীয় দলকে কখনোই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়নি। প্রথম দুটি ম্যাচে কে এল রাহুলের ব্যাট শান্ত থাকলেও শেষ তিনটি ম্যাচে টানা ৩টি হাফসেঞ্চুরি করে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান (১৯৪) করেন তিনি।