আইপিএলের ইতিহাসে একটানা ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে এই ৪টি ফ্র্যাঞ্চাইজি দল

যেকোনও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানোর আগে প্রতিটি দল ধারাবাহিকভাবে জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করে। এমনটা তখনই সম্ভব হয় যখন দলগত পারফরম্যান্স খুবই ভালো হয়ে থাকে। ম্যাচের বোলিং ব্যাটিং প্রতিটি ক্ষেত্রে প্রতিপক্ষকে ছাপিয়ে গিয়ে একটানা জয়ের রেকর্ড ধরে রেখেছে বেশ কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল। এবার দেখে নেওয়া যাক: 

৪) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ৭টি

আইপিএলের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং দলগুলির মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অন্যতম। প্রতিবারই তাদের শিবিরে শক্তিশালী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করলেও কখনো আইপিএল শিরোপা জিততে পারেনি। যাইহোক ২০১১ সালে দুর্দান্ত পারফরম্যান্স করে টানা ৭টি ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিয়েছিল আরসিবি দলটি। তবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরাজিত হয়ে তাদের জয়ের রথও থেমে যায়।

৩) চেন্নাই সুপার কিংস: ৭টি

আইপিএলের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী দল চেন্নাই সুপার কিংস। ৯ বার ফাইনালে জায়গা করে নেওয়ার এই দলটি ধোনির নেতৃত্বে মোট চারবার চ্যাম্পিয়ন হয়েছে। যাইহোক ২০১৩ সালে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল সিএসকে দল এবং টানা ৭টি ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পরাজিত হয় এবং সিএসকের জয়ের ধারাও থেমে যায়।

২) কিংস ইলেভেন পাঞ্জাব: ৮টি

কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান নাম পাঞ্জাব কিংস) ২০১৩ সালে প্লে-অফে জায়গা করতে না পারলেও শেষ কয়েকটি ম্যাচ জিতেছিল। এরপর ২০১৪ সালেও তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়। এইভাবে টানা ৮টি ম্যাচ জিতেছিল দলটি। ওই মরসুমে কিংস ইলেভেন পাঞ্জাব প্রথমবার ফাইনালে জায়গা করে নিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত কেকেআরের কাছে পরাজিত হয়।

১) কলকাতা নাইট রাইডার্স: ১০টি

আইপিএলের ইতিহাসে দুবার শিরোপাজয়ী এবং অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দলটি পরের মরসুমেও তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছিল। এইভাবে টানা ১০টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলেও তাদের যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে এবং শিরোপা জেতার প্রবল সম্ভাবনাও রয়েছে।