‘আদিপুরুষে’ সীতার চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েও ফিরিয়েছেন এই ৪ অভিনেত্রী

‘আদিপুরুষ’ এ সীতার চরিত্র করতে রাজি হননি যে ৪ জন অভিনেত্রী

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আদিপুরুষ’ (Adipurush)-এর। এতদিন শুধুই সিনেমাটির ভিএফএক্স নিয়ে বিতর্ক চলছিল। তবে এবার ছবির সংলাপ ও চরিত্রের লুক নিয়েও বিতর্ক দানা বাধতে শুরু করেছে। দর্শকদের একাংশের দাবী অনুসারে, রামচন্দ্রের ভূমিকায় প্রভাস (Prabhas) মোটেও মানানসই ছিল না।

তবে এত বিতর্কের মাঝেও ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন অর্থাৎ(Kriti Sanon) সীতা মায়ের চরিত্রটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। যদিও এই চরিত্রের জন্য নাকি নির্মাতাদের প্রথম পছন্দ কিন্তু কৃতি ছিলেন না। জানলে অবাক হবেন, এই চরিত্রে অভিনয় করার জন্য কোন কোন অভিনেত্রীর কথা ভাবা হয়েছিল?

অনুষ্কা শেঠি (Anushka Shetty): ‘আদিপুরুষ’ ছবিতে যেহেতু শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। তাই তার বিপরীতে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন অনুষ্কা শেঠি। এর আগে‌ যেহেতু ‘বাহুবলী’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তবে এবার অন্য কাজে ব্যস্ততার জন্য সীতার চরিত্রে অভিনয় করতে রাজি হননি।

কীর্তি সুরেশ (Keerthy Suresh): অনুষ্কা শেঠির পর নির্মাতারা কীর্তি সুরেশকেও কাস্ট করতে চেয়েছিলেন। সেই জন্য তাকে এই ছবিতে সীতার চরিত্রের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তনি রজনীকান্ত (Rajinikanth)-এর সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়ায় সীতার চরিত্রে অভিনয় করার প্রস্তাব প্রত্যাখান করেন।

অনুষ্কা শর্মা (Anushka Sharma): কীর্তি সুরেশ না বলায় নির্মাতারা অনুষ্কা শর্মার কাছেও এর প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি রাজি হননি। কারন তিনি সেই সময় মেয়ে ভামিকাকে সময় দিতে চেয়েছিলেন। তখন তার কন্যার‌ বয়স অনেক কম ছিল।

কিয়ারা আদভানি (Kiara Advani): এক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে যে কিয়ারাকেও এই ছবিতে সীতার চরিত্রে অভিনয় করার জন্য অনুরোধ করা হয়েছিল। আসলে সেই সময় খুব জনপ্রিয়তা অর্জন করেছিলেন কিয়ারা। কিন্তু সীতার চরিত্রে অভিনয় করতে তিনি কেন যে রাজি হননি তা এখনও জানা যায়নি।