সাধারণ জ্ঞান কুইজ: শ্রীরামচন্দ্র কোন বান দিয়ে রাবণকে হত্যা করেছিলেন?

যে বানের আঘাতে রাবণের মৃত্যু হয়েছিল

Ramayana: ভারতবর্ষে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র গ্রন্থগুলির মধ্যে রামায়ণ একটি। এই গ্রন্থে রামের বনবাস থেকে শুরু করে লঙ্কা জয় পর্যন্ত সমস্ত তথ্যগুলি বর্ণিত রয়েছে। সম্প্রতি ‘আদিপুরুষ’ সিনেমায় তা বিকৃত করার চেষ্টা করা হয়েছে এবং তা নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছে ছবি নির্মাতারা থেকে কলাকুশলীরা। যাইহোক এই প্রতিবেদনে রামায়ণ সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ হনুমান জির গদাটির নাম কী ছিল?
উত্তরঃ হনুমানজির গদাটির নাম ছিল কৌমোদকি গদা, এই গদা তাকে ধন-সম্পদের দেবতা কুবের দিয়েছিলেন।

২) প্রশ্নঃ ভগবান রাম কোন যুগে পৃথিবীতে এসেছিলেন?
উত্তরঃ ভগবান রাম ত্রেতাযুগে পৃথিবীতে এসেছিলেন।

৩) প্রশ্নঃ রাবণের মা নিকষা, রাবণকে কী উপদেশ দিয়েছিলেন? 
উত্তরঃ সীতা দেবীকে শ্রীরামের কাছে ফিরিয়ে দিয়ে তার সাথে বন্ধুত্ব করতে।

৪) প্রশ্নঃ কুম্ভকর্নের কতজন পুত্র ছিল?
উত্তরঃ কুম্ভকর্নের দুজন পুত্র ছিল (কুম্ভ আর নিকুম্ভ)।

৫) প্রশ্নঃ “নাগপাশ ব্রহ্মাস্ত্র”-র এক বানে কতগুলি সাপ হয়?
উত্তরঃ “নাগপাশ ব্রহ্মাস্ত্র”-র এক বানে এক লক্ষ সাপ হয়।

৬) প্রশ্নঃ বালীর পুত্রের নাম কি ?
উত্তরঃ বালীর পুত্রের নাম হল অঙ্গদ।

Image

৭) প্রশ্নঃ সরমা কে ছিলেন ?
উত্তরঃ বিভীষনের স্ত্রী ছিলেন সরমা।

৮) প্রশ্নঃ রাবণ সীতা কে হরণ করে এনে কোথায় রেখেছিল ?
উত্তরঃ রাবণ সীতা কে হরণ করে এনে অশোক বনে রেখেছিল।

৯) প্রশ্নঃ রাবণের চারটি পুত্রের নাম কি কি?
উত্তরঃ রাবণের চার পুত্র হল – ক) ইন্দ্রজিৎ খ) বীরবাহু গ) ত্রিশিরা ঘ) অতিকায় ।

১০) প্রশ্নঃ “নাগপাশ ব্রহ্মাস্ত্র” কে কার উপর বর্ষণ করেছিল ?
উত্তরঃ “নাগপাশ ব্রহ্মাস্ত্র” ইন্দ্রজিৎ, শ্রীরামচন্দ্র ও লক্ষণের  উপর বর্ষণ করেছিলেন।

Image

১১) প্রশ্নঃ রাবণের মৃত্যুর পর লঙ্কা রাজ্যের রাজা কে হয়েছিলেন?
উত্তরঃ রাবণের মৃত্যুর পর বিভীষণ লঙ্কা রাজ্যের রাজা কে হয়েছিলেন।

১২) প্রশ্নঃ ইন্দ্রজিৎ কোথায় যজ্ঞ করছিলেন? তার যজ্ঞ কে ভঙ্গ করেন?
উত্তরঃ ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করছিলেন। লক্ষণ গিয়ে তাঁর যজ্ঞ ভঙ্গ করে দেন।

১৩) প্রশ্নঃ কিষ্কিন্ধ্যা রাজ্যের রাজা কে ছিলেন?
উত্তরঃ কিষ্কিন্ধ্যা রাজ্যের রাজা ছিলেন বালি। তাকে রামচন্দ্র বধ করে কিষ্কিন্ধ্যা রাজ্যের সিংহাসনে সুগ্রীবকে বসান।

১৪) প্রশ্নঃ বিদ্যুৎজ্জিহু কে ছিলেন? তিনি কী তৈরী করেছিলেন?
উত্তরঃ বিদ্যুৎজ্জিহু ছিলেন রাবণের নিশাচর সৈন্য। তিনি রাবণের আদেশে মায়া শক্তির দ্বারা রামের মায়ামুন্ড ও ধনুক তৈরী করেছিলেন।

১৫) রাবণকে শ্রীরামচন্দ্র কোন বান দিয়ে হত্যা করেছিলেন?
উত্তরঃ রাবণকে শ্রীরামচন্দ্র ব্রাহ্ম বান দিয়ে হত্যা করেছিলেন।