নিউজিল্যান্ডের বিপক্ষে এই ৩ খেলোয়াড়ের সুযোগ পাওয়া উচিত ছিল, উপেক্ষা করেছেন নির্বাচকেরা

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। তার আগেই ১৬ জন সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। দলের নতুন অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা এবং এর পাশাপাশি সহ-অধিনায়কের দায়িত্ব কে এল রাহুলের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া বিরাট কোহলি সহ কিছু খেলোয়াড়কে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

তবে ভারতীয় নির্বাচকেরা আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য কিছু বড় খেলোয়াড়কে উপেক্ষা করেছেন, যাদের এই দলে সুযোগ পাওয়া উচিত ছিল। আজকের প্রতিবেদনে, তেমনই ৩ জন খেলোয়াড়ের কথা বলা হয়েছে:-

১) শিখর ধাওয়ান:

ভারতীয় দলের সেরা ওপেনার শিখর ধাওয়ানকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়নি, এই নিয়ে বিসিসিআইকে অনেকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। এবারও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজে ঠাঁই হলো না তার। যেখানে আইপিএলে তার পারফরম্যান্স অসাধারণ ছিল।

T20 World Cup selection: Why big-match player Shikhar Dhawan missed out | Sports News,The Indian Express

শ্রীলঙ্কা সফরে শিখর ধাওয়ানকে অধিনায়কত্ব দেওয়া হলেও সিনিয়র দল ফিরে আসতেই তাকে ছাঁটাই করা হয়। ভেঙ্কটেশ আয়ারের মত তরুণ খেলোয়াড় যারা অর্ধেক আইপিএলে পারফর্ম করার পর সুযোগ পেয়েছেন। তবে একটা বিষয় স্পষ্ট যে শিখর ধাওয়ানের দলে প্রত্যাবর্তন করা খুবই কঠিন।

২) সঞ্জু স্যামসন:

ভারতীয় উইকেট-রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসনও এই তালিকায় রয়েছেন, যিনি বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ঈশান কিষান, ঋষভ পন্থের পারফরম্যান্স মোটেই সন্তুষ্টজনক ছিল না তবুও নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ দেওয়া হয়েছে। এদিকে সঞ্জু স্যামসন সর্বশেষ শ্রীলঙ্কা সফরে সুযোগ পেয়েছিলেন, সেই থেকে দলের বাইরে রয়েছেন।

Twitter Reacts As Sanju Samson Once Again Perishes Cheaply

এইভাবে কোনো প্রতিভাশালী তরুণ খেলোয়াড়কে দলের বাইরে রাখার মানে হলো তার আত্মবিশ্বাস ও প্রতিভাকে খুন করা। যদিও এর আগে সঞ্জু স্যামসনকে বহুবার সুযোগ দেয়া হয়েছে তবে তিনি কাজে লাগাতে পারেননি। সম্ভবত এই কারণেই নির্বাচকরা তাকে উপেক্ষা করে চলেছেন।

৩) কুলদীপ যাদব:

সীমিত ওভারের দুর্দান্ত চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব জাতীয় দলে সুযোগ পেতে বারবার ব্যর্থ হচ্ছেন। একসময় কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের জুটিতে বহু ম্যাচ জিতেছে ভারতীয় দল। কিন্তু বর্তমানে পরিস্থিতি এমনই যে ফ্র্যাঞ্চাইজি দল কেকেআরের হয়েও তিনি আর সুযোগ পাচ্ছেন না।

It Was Like I Was Making My Debut: Kuldeep Yadav On Making A Comeback In India XI In Sri Lanka

সর্বশেষ শ্রীলঙ্কা সফরে সুযোগ পেয়েছিলেন তিনি। ভাল পারফরম্যান্স করার পরেও টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন। এরপর অনেকে আশা করেছিলেন যে নিউজিল্যান্ডের বিপক্ষে কুলদীপ যাদব সুযোগ পাবেন, কিন্তু এবারও নির্বাচকদের অগোচরে থেকে গেলেন তিনি।