ধোনির আমলে নয়, বরং বিরাট কোহলির নেতৃত্বে এই ৫টি কৃতিত্ব অর্জন করেছে ভারতীয় দল

ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনি সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত হন। ২৮ বছর পর ভারতীয় দলকে বিশ্বকাপ শিরোপা জয় এনে দিতে সফল হয়েছিলেন। এছাড়াও তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন ট্রফি জয় লাভ করে ভারতীয় দল। তবে বিরাট কোহলি যে পাঁচটি কৃতিত্ব অর্জন করেন, তা মহেন্দ্র সিং ধোনি কখনো পারেননি।

১) অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়:

India become first Asian team to win a Test series in Australia and other  stats from a famous win

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো, অনেকটা বাঘের ডেরায় বাঘের সাথে লড়াই করার মত। তবে ২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল প্রথমবার ২-১ এ সিরিজ জয়লাভ করে। এরপর ২০২১ সালে অস্ট্রেলিয়াকে পুনরায় ২-১ ব্যবধানে পরাজিত করে বিরাট কোহলির দল। যা মহেন্দ্র সিং ধোনির আমলে কখনোই হয়নি।

২) দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়:

Virat Kohli's masterclass leads India to a resounding 5-1 series victory in  South Africa - Photos News , Firstpost

এশিয়ার বাইরে ভারতীয় দলের সফর খুবই কঠিন হয়ে পড়ে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল খুব একটা সাফল্য পায়নি। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও ওয়ানডে সিরিজ জিততে পারেনি। তবে ২০১৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ৩-২ ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে।

৩) নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ জয়:

5-0 is just incredible in T20I cricket': Twitter reacts to India's  whitewash of New Zealand

বর্তমানে সবচেয়ে জমকালো ফরম্যাট হল টি-টোয়েন্টি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের পারফরম্যান্স খুবই দুর্বল। বারবারই এই দলটির মুখোমুখি হয়ে পরাজিত হয়েছে ধোনিরা। তবে ২০১৭ সালে বিরাট কোহলির নেতৃত্ব পাওয়ার পর নিউজিল্যান্ড সফরে ৫-০ ব্যবধানে জয়লাভ করে ভারতীয় দল।

৪) শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জয়:

Data check: India equals record for most consecutive Test series wins

ভারতীয় দলের জন্য অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফরই কেবল কঠিন ছিল না, শ্রীলঙ্কার মাটিতেও ভুগতে হয়েছে ভারতীয় দলকে। ১৯৯২ সালের পর বিরাট কোহলির নেতৃত্বে ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়লাভ করে ভারতীয় দল।

৫) অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ জয়:

India Win ODI Series in Australia: Chahal, Dhoni, Jadhav Star in  Series-Decider at MCG

অস্ট্রেলিয়া সফর পক্ষে কঠিন মনে হলেও বিরাট কোহলির নেতৃত্বে প্রথমবার টেস্ট সিরিজ জয়লাভ করে ভারতীয় দল। শুধু তাই নয়, ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ক্যাঙ্গারুদের পরাজিত করে। এছাড়াও ২০২০-২১ সালের টি-টোয়েন্টি সিরিজেও অজিদের হারিয়ে বাজিমাত করেছে বিরাট কোহলির দল।