আমার জীবনী নিয়ে ছবি বানানোর মতো কিছু নেই: সুনীল গাভাস্কার

গত কয়েক বছর ধরে ক্রিকেটারদের জীবনী নিয়ে বায়োপিকের প্রবণতা অনেক বেড়েছে। প্রথমে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উপরে একটি ছবি তৈরি করা হয়। এরপর আসে শচীন টেন্ডুলকারের বায়োপিক। অবশেষে কবীর খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘৮৩’ মুক্তি পেয়েছে, যা ১৯৮৩ বিশ্বকাপকে কেন্দ্র করে মুভিটি নির্মিত হয়। এই ছবিতে রণবীর সিং কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন, সেই সময় তিনি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন।

এদিকে লিটিল মাস্টার সুনীল গাভাস্কারকে যখন তার বায়োপিক বানানোর জন্য প্রশ্ন করা হয়েছিল, তিনি সরাসরি ছবি বানানোর জন্য অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “আমার জীবনে এমন আকর্ষণীয় কিছু নেই যা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা যাবে।” 

সুনীল গাভাস্কার তার বায়োপিক বানানোর পক্ষে নয়

সুনীল গাভাস্কার জানিয়েছেন, আমি মোটেও নিজের উপর বায়োপিক বানানোর পক্ষে নয়। আমার জীবনে রোমাঞ্চকর কিছু নেই যা পর্দায় দেখানো যাবে। একজন দর্শক হিসেবে আমি এটি দেখতে চাই না। আমার জীবনের সেরা মুহূর্তগুলো যখন পর্দায় দেখানো হবে, আমি বুঝতে পারছি না তখন দর্শকেরা কেন দেখতে চাইবে। আমাকে নিয়ে অনেকবার চলচ্চিত্র নির্মাণের কথা বলা হলেও আমি আগ্রহ দেখায়নি।

পরিচালক কবীর খানের ‘৮৩’ চলচ্চিত্রটি নির্মিত হওয়ার সময় আমার সাথে নানান কথাবার্তা হয়েছে। কারণ ওই বিশ্বকাপ দলে আমিও ছিলাম। ভবিষ্যতেও আমরা ওই দলটির ব্যাপারে কথা বলতে থাকবো, তবে এমনটা নয় যে আমার বায়োপিক হবে।