শচীন টেন্ডুলকারের এই ১০টি রেকর্ডের জন্যই “ক্রিকেটের ভগবান” বলে ডাকা হয়

শচীন টেন্ডুলকার গোটা বিশ্বে যতটা জনপ্রিয়তা অর্জন করেছেন, তার আশেপাশে কেউ নেই। তিনি তাঁর দীর্ঘ ২৪ বছর আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য কৃতিত্ব ও প্রচুর সম্মান অর্জন করেছেন। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে তিনি তার টেস্ট খেলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। এর একমাস পরেই ওয়ানডেতেও অভিষেক করেছিলেন তিনি।

সর্বকালের শ্রেষ্ঠ এই ব্যাটসম্যান ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তবে তিনি অবসর নেওয়ার আগে পর্যন্ত এমন কতগুলি রেকর্ড অর্জন করেছেন যা কারও পক্ষেই ভাঙ্গা সম্ভব নয়। সম্ভবত এই কারনেই শচীন টেন্ডুলকারকে “ক্রিকেটের ভগবান” বলে আখ্যায়িত করা হয়েছে। 

শচীন টেন্ডুলকারের দশটি অবিশ্বাস্য রেকর্ড

১) শচীন টেন্ডুলকার ওয়ানডেতে ১৮ হাজার এবং টেস্টে ১৫ হাজারেরও বেশি রান করেছেন। দুই ফরম্যাটেই তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারী। শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৩৪,৩৫৭ রান করেছেন, যা একটি বিশ্বরেকর্ড।

২) টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটেই সর্বোচ্চ সেঞ্চুরি নিরিখে শচীন টেন্ডুলকার সবাইকে পেছনে ফেলেছেন। ‘মাস্টার ব্লাস্টার’ টেস্টে ৫১টি এবং ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যা উভয়ই ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট সেঞ্চুরির সংখ্যা ১০০টি।

৩) শচীন টেন্ডুলকার বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি ২০০টি টেস্ট ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন। এর আশেপাশে কেউ নেই। এমনকি সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ডও রয়েছে তার দখলে। শচীন ৪৬৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। 

৪) শচীন টেন্ডুলকার বিশ্বের প্রথম ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে ১২০০০ বা তারও বেশি রান করেছেন, একইসঙ্গে ওয়ানডেতে ১০০০০ রান করা প্রথম খেলোয়াড় হন।

৫) শচীন টেন্ডুলকার একমাত্র ভারতীয় এবং বিশ্বের তৃতীয় খেলোয়াড় যিনি সমস্ত টেস্ট খেলা দেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর আগে স্টিভ ওয়াহ ও গ্যারি কারস্টেন এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

৬) শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ৭৬ বার ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার রেকর্ড করেছেন। তিনি টেস্টের ১৪ এবং ওয়ানডেতে ৬২ বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। এমনকি সর্বোচ্চ ২০ বার ম্যান অব দ্যা সিরিজ হওয়ার রেকর্ডও রয়েছে তার দখলে।

৭) শচীন টেন্ডুলকার ওয়ানডের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন। ২০১০ সালে গোয়ালিয়রে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ১৪৭ বলে ২০০ রানে অপরাজিত থাকেন। তার এই ইনিংসে সাজানো ছিল ২৫টি চার ও তিনটি ছক্কা।

৮) আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা ধরা হয়। শচীন টেন্ডুলকার যৌথভাবে সর্বাধিক ৬টি ওয়ানডে বিশ্বকাপ খেলার কৃতিত্ব অর্জন করেছেন। একই সঙ্গে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদও ৬টি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন।   

৯) ওয়ানডে বিশ্বকাপেও সর্বোচ্চ রান সংগ্রহকারী শচীন টেন্ডুলকার। তিনি ৪৫ ম্যাচে ২২৭৮ রান করেছেন। যার মধ্যে রয়েছে যুগ্ম সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি। বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মারও মোট ৬টি সেঞ্চুরি রয়েছে।

১০) কোনও একটি বিশ্বকাপ টুর্ণামেন্টে শচীন টেন্ডুলকার সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে তিনি ১১ ম্যাচে ৬৭৩ রান করেন, ফলে ম্যান অব দ্যা সিরিজ হওয়ার পাশাপাশি তিনি গোল্ডেন ব্যাটও পান।