এটি ভারতবর্ষের একমাত্র শহর যেখানে টাকা-পয়সা, ধর্ম ও রাজনীতির চল নেই

বিখ্যাত বাঙালি শ্রীঅরবিন্দের মতাদর্শেই তৈরি হয়েছে শহর

Indian Cities: আপনি নিশ্চয়ই ইতিহাস বইতে পড়ে থাকবেন যে অতীতে বিনিময় প্রথার চল ছিল। এরপর সময় যত এগিয়েছে টাকা পয়সার চাহিদাও ততো বেড়েছে। কিন্তু ভারতবর্ষে এমনই একটি শহর রয়েছে যেখানে কোন টাকা পয়সা চল নেই। শুধু তাই নয়, এখানে ধর্ম বা রাজনীতিরও কোন ভূমিকা নেই। এটি দক্ষিণ ভারতের একটি ছোট্ট শহর।

তামিলনাড়ুর ভিন্নপুরম জেলার অন্তর্গত অরোভিলের (Auroville) কথা বলা হয়েছে। এই শহরটিকে একটি পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছিল। ১৯৬৮ সালে মিরা আলফাসা নামে এক মহিলা এই শহরটি গড়ে তুলেছিলেন। তিনি ছিলেন শ্রী অরবিন্দের (Sri Aurobindo) মতাদর্শে বিশ্বাসী। সম্ভবত অরবিন্দের নাম অনুসারে এই শহরটির নামকরণ হয়।

Image

অরোভিলকে গড়ে তোলার উদ্দেশ্য একটাই ছিল যে মানুষের মধ্যে একতা তৈরি করা। বর্তমানে আজ যেখানে মানবতা বিপন্ন, সেখানে তারই ব্যতিক্রম এই শহরটি। ধর্ম, রাজনীতি ও অর্থনীতিকে সরিয়ে রেখে এমনই একটি শহর গড়ে উঠেছে, যেখানে পুরুষ-মহিলা সকলেই নির্বিশেষে বসবাস করতে পারেন।

Image

অরোভিল শহরে বিশ্বের প্রায় ৫০টি দেশের মানুষ এখানে একসাথে বসবাস করছেন। এই শহরের জনসংখ্যা প্রায় ২,৫০০ জন। শহরটির কেন্দ্রে একটি মাতৃ মন্দির রয়েছে, যেখানে সকলেই আসেন ধ্যান ও যোগা করার জন্য। এই মন্দির কোন ধর্মের ভিত্তিতে তৈরি হয়নি।

Image

এখানে রাজনীতির কোনো চিহ্ন নেই। প্রত্যেকেই রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখেছেন। তবে একটি কমিটি দল রয়েছে, তারা যা সিদ্ধান্ত নেয়, তা সবাইকে মেনে চলতে হয়। এখানকার মানুষের মধ্যে টাকা পয়সার কোন লেনদেন হয় না। এর জন্য রয়েছে একটি বিশেষ কার্ড, যার নাম ‘অরোকার্ড’। কিন্তু শহরটির বাইরে তারা টাকা পয়সার ব্যবহার করে।