ইন্টারভিউ প্রশ্ন: এমন কোন জায়গা যেখানে ১ জন গেলে ৩ জন ফিরে আসে?

একজন গেলে তিনজন ফিরে আসে, এমন কোন জায়গা?

Interview Questions: চাকরির পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। সেজন্য আগে থেকেই সাধারণ জ্ঞান বর্তমান ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সম্পর্কে জেনে রাখা খুবই প্রয়োজন। এই সময় যারা ইন্টারভিউ নেন তারা প্রার্থীদের পাঠ্য বিষয়ের পাশাপাশি ও জীবন সম্পর্কিত এমন অনেক প্রশ্ন ঘুরিয়ে করেন, যা শুনে অনেকেই ঘাবড়ে যান। যদিও একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে সেগুলোর উত্তর সহজে দেওয়া যায়। এবার দেখে নেওয়া যাক এমন কিছু প্রশ্নের উত্তর…

১) প্রশ্নঃ স্বাধীন ভারতের কত সালে প্রথম কয়েন চালু হয়েছিল?
উত্তরঃ ১৯৫০ সালে।

২) প্রশ্নঃ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়?
উত্তরঃ ৩৫৬ নম্বর ধারায়।

৩) প্রশ্নঃ রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয়?
উত্তরঃ উপরাষ্ট্রপতি কে।

৪) প্রশ্নঃ বায়ুমন্ডলের কোন স্তরে আবহাওয়া পরিবর্তন দেখা যায়?
উত্তরঃ ট্রাপোস্ফিয়ার।

৫) প্রশ্নঃ আশ্বিনের ঝড় উঠে কোন রাজ্যে?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।

৬) প্রশ্নঃ পশ্চিমবঙ্গে মোট কতগুলো জাতীয় উদ্যান রয়েছে?
উত্তরঃ ৬টি (সুন্দরবন জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান ও সিঙ্গালীলা জাতীয় উদ্যান)।

৭) প্রশ্নঃ হিমালয়ের রানী কাকে বলা হয়?
উত্তরঃ মুসৌরিকে।

৮) প্রশ্নঃ পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল?
উত্তরঃ রাসবিহারী বসু।

৯) প্রশ্নঃ মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্যে সর্বস্তরে আছে?
উত্তরঃ কেরালা।

১০) প্রশ্নঃ গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে গ্রহণ করেছিলেন?
উত্তরঃ শিবাজী মহারাজ।

১১) প্রশ্নঃ মানুষের শরীরের কোন অঙ্গ বিদ্যুৎ উৎপাদন করতে পারে? 
উত্তরঃ মানুষের মস্তিষ্ক বিদ্যুৎ উৎপন্ন করতে পারে।  

১২) প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি হয়?
উত্তরঃ খাদি কাপড়ে।

১৩) প্রশ্নঃ কত সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়?
উত্তরঃ ১৯৭৫ সালে।

১৪) প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণ বিজয়’ কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ মালাধর বসু।

১৫) প্রশ্নঃ এমন কোন জায়গা যেখানে ১জন গেলে ৩ জন ফিরে আসে?
উত্তরঃ অপারেশন থিয়েটার, যদি কোন গর্ভবতী মহিলা যমজ সন্তানের জন্ম দেন (বুদ্ধির যাচাইয়ের জন্য এমন প্রশ্ন করা হয়েছিল)।