এই পার্কে একটি মোমবাতি রাখা আছে, যাদের দৃষ্টিশক্তি ভালো কেবল তারাই খুঁজে পাবেন

বলুন তো এই পার্কের মধ্যে মোমবাতিটি কোথায় লুকিয়ে রয়েছে

Optical Illusion : অপটিক্যাল ইল্যুশন মানেই হলো চোখের সাথে প্রতারণা। এগুলি মানুষের সমাধান করতেও বেশ পছন্দ করেন। ধাঁধার পোস্টগুলি অত্যন্ত মজাদার ও আকর্ষণীয় হয়ে থাকে। এমনকি এর মাধ্যমে কার আইকিউ লেভেল বা দৃষ্টিশক্তি কতটা ভালো তা বোঝার একটি দুর্দান্ত উপায়।

ছবিতে দেখতে পাচ্ছেন পার্কের মধ্যে একটি ছেলে ও মেয়ে খেলা করছে। ছেলেটি বল নিয়ে খেলছে আর মেয়েটি স্লিপ খাচ্ছে। পার্কর্টি বেড়া দিয়ে ঘেরা রয়েছে এবং ওপাশে একটি বড় গাছ রয়েছে। পরিবেশটা খুবই সুন্দর, তবে এরই মধ্যে কোথাও একটি লুকিয়ে রয়েছে মোমবাতি! যা আপনাকে খুঁজে বের করতে হবে।

এই ছবিটি সেভাবেই তৈরি করা হয়েছে যা দেখে মানুষের দৃষ্টিবিভ্রম তৈরি হয়। এই চ্যালেঞ্জটি আপনিও গ্রহণ করুন, ফলে আপনার দৃষ্টিশক্তি কতটা ভালো তাও পরীক্ষা করতে পারবেন। যদিও দাবি করা হয়েছে যাদের চোখ বাজ পাখির মত তীক্ষ্ণ কেবল তারাই পার্কে লুকিয়ে থাকা মোমবাতিটি খুঁজে পেতে সক্ষম হবেন।

বিশেষজ্ঞদের মতে, অপটিক্যাল ইল্যুশনের ছবিগুলির সমাধান করার মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। কিন্তু এর জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না, একটু পারিপার্শ্বিক ও ভিন্নভাবে পর্যবেক্ষণ করলেই ধাঁধা রহস্য বেরিয়ে আসে।

কিন্তু এখনো যারা মোমবাতিটি খুঁজে পাননি তাদের বিচলিত হওয়ার কিছু নেই নিচে হাইলাইট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে যারা মোমবাতি খুঁজে পেয়েছেন তাদের অভিনন্দন। আসলে মোমবাতিটি রয়েছে ছেলেটির পিছনের দিকে বেড়ার মাঝে। মোমবাতিটি এমনভাবে সেট করা হয়েছে যাতে সহজেই কারো নজরে না পড়ে।

Image