চন্দ্রযান-৩ মিশন : জানেন চাঁদের মালিক কে?

কে চাঁদের মালিক?

Chandrayaan 3 Misson : চন্দ্রযান-৩ মিশনে ইতিহাস গড়ল ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ অবতরণ করে বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে ভারত। অবশেষে প্রতীক্ষার শুভ অবসান। এই প্রতিবেদনে আজ চাঁদ সম্পর্কিত কয়েকটি তথ্য পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো।

Image

১) প্রশ্নঃ ভারতের চন্দ্রযান-১ চন্দ্রপৃষ্ঠে কিসের খোঁজ পেয়েছিল?
উত্তরঃ ২০০৯ সালে ভারতের চন্দ্রযান-১ চন্দ্রপৃষ্ঠে জলের খোঁজ পেয়েছিল।

২) প্রশ্নঃ কোন ভারতীয় অভিনেতা এক টুকরো চাঁদের জমি কিনেছিলেন?
উত্তরঃ সুশান্ত সিং রাজপুত ৫৫ লাখ টাকায় এক টুকরো চাঁদের জমি কিনেছিলেন। শুধু তাই নয়, টেলিস্কোপে চোখ রেখে চাঁদের জমির দেখভাল করতেন অভিনেতা।

৩) প্রশ্নঃ কত সালে মানুষ প্রথমবারের মতো চাঁদে পা রেখেছিলেন?
উত্তরঃ ১৯৬৯ সালে।

৪) প্রশ্নঃ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উত্তরঃ পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব হচ্ছে ৩৮৪,৪০০ কিলোমিটার।

৫) প্রশ্নঃ চাঁদ প্রতিবছর পৃথিবী থেকে কতটা দূরে সরে সরে যাচ্ছে?
উত্তরঃ ৩.৭৮ সেন্টিমিটার।

৬) প্রশ্নঃ চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে?
উত্তরঃ ১.৩ সেকেন্ড।

৭) প্রশ্নঃ চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয় কেন?
উত্তরঃ চাঁদ একটি উপগ্রহ কারণ এটি পৃথিবীর চারপাশে ঘোরে।

Image

৮) প্রশ্নঃ চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ও রোভারের নাম কী?
উত্তরঃ চন্দ্রযান-৩ এর ল্যান্ডারের নাম বিক্রম, রোভারের নাম প্রজ্ঞান।

৯) প্রশ্নঃ চাঁদে প্রথম কোন খেলাটি হয়েছে?
উত্তরঃ গল্ফ খেলা।

১০) প্রশ্নঃ চাঁদের পৃষ্ঠে কোন দাগ হলে তা কখনো মুছে যায় না কেন?
উত্তরঃ কারণ চাঁদে বাতাস ও জল নেই, যে কারণে এখানে কোনও পরিবর্তন হয় না।

১১) প্রশ্নঃ চাঁদের বয়স কত?
উত্তরঃ ৪.৫১ বিলিয়ন বছর।

১২) প্রশ্নঃ চাঁদের বৃহত্তম পর্বত কোনটি?
উত্তরঃ চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থিত লাইবনিটজ পর্বত যার উচ্চতা ৩৫ হাজার ফুট।

১৩) প্রশ্নঃ শান্তিসাগর কোথায় অবস্থিত?
উত্তরঃ চাঁদের পিছনে ধূলিকণার ক্ষেত্রটিকে শান্তিসাগর বলা হয়, যা সম্পূর্ণ অন্ধকার।

Image

১৪) প্রশ্নঃ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত দিন সময় লাগে?
উত্তরঃ প্রায় ২৭ দিন ৮ ঘন্টা।

১৫) প্রশ্নঃ জানেন চাঁদের মালিক কে?
উত্তরঃ আউটার স্পেস ট্রিটি ১৯৬৭ অনুসারে, কোনও দেশ বা ব্যক্তির মহাকাশে বা চাঁদ বা অন্যান্য গ্রহে মালিকানা দাবি করার অধিকার নেই। যেকোনো দেশ চাঁদে তার পতাকা লাগাতে পারে, কিন্তু কেউ তার মালিক হতে পারে না।