কুইজ : আপনি কি জানেন জলের কোন রং নেই কেন?

যে কারণে জলের কোন রং নেই?

General Knowledge Quiz : সোশ্যাল মিডিয়ায় আজকাল নানা ধরনের প্রশ্নগুলি ভাইরাল হতে দেখা যায় এবং মেধাবী ছাত্ররা উত্তর দিয়ে নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এছাড়া সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা প্রত্যেকেরই প্রয়োজন। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ ক্যালকাটা (Calcutta) নাম পরিবর্তন হয়ে কলকাতা কত সালে হয়েছিল?
উত্তরঃ ২০০১ সাল।

২) প্রশ্নঃ প্রথম বাঙালি আইসিএস অফিসার কে ছিলেন?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ ঠাকুর (Satyendranath Tagore)।

৩) প্রশ্নঃ একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে?
উত্তরঃ পাঁচ থেকে ছয় লিটার।

৪) প্রশ্নঃ বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উত্তরঃ লক্ষণ সেন (Laxman Sen) ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা।

৫) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি?
উত্তরঃ ন্যাশনাল হাইওয়ে-৪৪ (National Highway-44) ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ।

Image

৬) প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত?
উত্তরঃ গুজরাটের জামনগরে (Jamnagar)।

৭) প্রশ্নঃ কোন মুঘল শাসক লিখতে ও পড়তেও জানতেন না?
উত্তরঃ আসলে, আকবর (Akbar) নিরক্ষর ছিলেন।

৮) প্রশ্নঃ ভারতের রাজধানী দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনা (Yamuna) নদীর তীরে দিল্লি অবস্থিত।

৯) প্রশ্নঃ নিউজিল্যান্ডের অধিবাসীদের কী বলা হয়?
উত্তরঃ মাওরি (Maori) বলা হয়।

Image

১০) প্রশ্নঃ আপনি কি জানেন জলের কোন রং নেই কেন?
উত্তরঃ আসলে, প্রতিটি প্রতিফলিত রং আমাদের চোখে পৌঁছায়। একইভাবে, জল সমস্ত রংকে প্রতিফলিত করে, তাই জলকে বর্ণহীন ও স্বচ্ছ দেখায়।