ভারতবর্ষে এমন ৪টি রাজ্য রয়েছে যেখানে যেতে হলে সরকারের অনুমতি নিতে হয়

ভারতীয় পর্যটকরা সারা বছরই এ প্রান্ত থেকে সে প্রান্ত ছুটে বেড়ায় কিন্তু এমন চারটি রাজ্য রয়েছে যেখানে যেতে গেলে সরকারের অনুমতি নিতে হয়। অর্থাৎ ইনার লাইন পারমিট (ILP) অর্থাৎ একটি সরকারি ভ্রমণ নথির প্রয়োজন হয়। বাকি অন্যান্য রাজ্য গুলি উন্মুক্ত হলেও সেখানে আপনি সরাসরি যেতে পারবেন না। আসলে ওই সব রাজ্যের বাইরে থেকে আসা ভারতীয় নাগরিকদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। 

ইনার লাইন পারমিট সাধারণত ব্রিটিশরা তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে তৈরি করেছিল। সেই থেকে উত্তর-পূর্ব ভারতীয় আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষার জন্য আনুষ্ঠানিকভাবে এটি ব্যবহার হয়ে আসছে। এখানে দুই ধরনের ILP রয়েছে, একটি পর্যটকদের জন্য আর অন্যটি দীর্ঘমেয়াদী সময়ের জন্য, বিশেষত যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে এসেছেন।

১) অরুণাচল প্রদেশ: উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটিতে প্রবেশের জন্য সরকার আইএলপি প্রদান করে থাকে। এটি আসাম বা নাগাল্যান্ডের সীমান্তের যে কোনও চেকপোস্ট দিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশের জন্য প্রয়োজন। অস্থায়ী ভ্রমণকারীদের জন্য আইএলপি সাধারণত ৭ দিনের বৈধতা থাকে। আর যারা চাকরির উদ্দেশ্যে এসেছেন এক বছরের জন্য বৈধতা দেয়। 

Image

২) মিজোরাম: অরুণাচল প্রদেশের মতোই মিজোরাম সরকার আইএলপি প্রদান করে থাকে। ভারতের সীমানার যে কোনও চেকপোস্ট দিয়ে মিজোরামে প্রবেশের জন্য এটির প্রয়োজন হয়, যার দর্শনার্থীদের জন্য সাত দিনের বৈধতা দেয় এবং পরিস্থিতি অনুযায়ী একমাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। আর স্থানীয় বাসিন্দা বা সরকারি বিভাগের ক্ষেত্রে ৬ মাস করে দুবার নবায়ন করা যায়। বিমানের মাধ্যমে আইজলের বিমানবন্দরে পৌঁছানোর সাথে সাথেই এটি পাওয়া যাবে।

Image

৩) নাগাল্যান্ড: ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে সম্পূর্ণ আলদা নাগাল্যান্ড। এখানকার সংস্কৃতি ও মানুষের আচার-আচরণ অনেকটাই ভিন্ন বলে মনে হয়। এই রাজ্যেও পৌঁছাতে হলে অন্যান্য রাজ্য থেকে আসা ভারতীয়দের ইনার লাইন পারমিটের প্রয়োজন পড়ে। নাগাল্যান্ড সরকার কর্তৃক এটি প্রদান করা হয়। উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে সুন্দরতম রাজ্যগুলির মধ্যে এটি একটি।

Image

৪) মনিপুর: সম্প্রতি ২০১৮ সালে আইএলপি বাস্তবায়নের বিলটি মনিপুর সরকার প্রবর্তন করেছিল। যদিও রাষ্ট্রপতির সম্মতি না পাওয়াই বিলটি পাস হয়নি। কিন্তু মনিপুরে প্রবেশের জন্য ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে ইনার লাইন পারমিট বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে।

Image