আন্তর্জাতিক T20-তে বেশি বার ২০০ রান করেছে এই ৪টি দল; ভারতের স্থান কোথায়

টি-টোয়েন্টি এমন একটি ফরম্যাট যেখানে ব্যাটসম্যানদের কেবল আক্রমনাত্মক ব্যাটিংয়ের স্বাধীনতা দেওয়া হয়। এই খেলায় স্ট্রাইক রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই ব্যাটসম্যানরা সবসময় কম বল খেলে দলকে বড় স্কোরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যাই হোক এই প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ২০০ স্কোর করেছে যে ৪টি দল; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:

৪) ইংল্যান্ড: ১৩ বার

ইংল্যান্ডে গত কয়েক বছরে বেশকিছু আক্রমনাত্মক ব্যাটসম্যান এসেছেন, সম্ভবত এ কারণেই দলটির ২০০ স্কোর করতে তেমন কোনও সমস্যা হয়না। জস বাটলার থেকে শুরু করে জেসন রয়, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টনের মতো আরও অনেকেই বিধ্বংসী ব্যাটার রয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ড এখনও পর্যন্ত ১৩ বার ২০০ রানের গণ্ডি পার করেছে।

৩) অস্ট্রেলিয়া: ১৪ বার

গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এবং সম্প্রতি শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে নিজেদের আরও শক্তিশালী  ,প্রমাণ করেছে। ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড ও মার্কাস স্টইনিসের মত অনেক বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছে। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ১৪ বার ২০০ রানের অধিক স্কোর করেছে।

২) দক্ষিণ আফ্রিকা: ১৫ বার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা অন্যতম শক্তিশালী দল, যেখানে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। বর্তমানে এই দলটিতে ডেভিড মিলার সহ বেশ কিছু আক্রমণাত্মক ব্যাটসম্যান রয়েছেন। যে কারণে সহজেই দলটি তাদের ঝড়ো ইনিংসের মাধ্যমে এখনো পর্যন্ত ১৫ বার ২০০ রানের গণ্ডি পার করেছে। এখনো পর্যন্ত কোনো আইসিসি ট্রফি পায়নি প্রোটিয়া দলটি।

১) ভারত: ২১ বার 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় দল সবচেয়ে বেশি ২১ বার ২০০ রান করে সবার শীর্ষে রয়েছে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর থেকেই এই সংক্ষিপ্ত ফরম্যাটের খেলাটির গুরুত্ব বেড়ে যায়। যুবরাজ সিং থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মতো আরও অনেকেই আক্রমণত ব্যাটসম্যান এসেছে এই দলে।