ভারতীয় রেলে ১১ রকমের হর্ন বাজানো হয়, আর প্রতিটির আলাদা আলাদা অর্থ রয়েছে

ট্রেনে সফরকালীন অবশ্যই হর্ন শুনে থাকবেন কিংবা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার সময়। তবে আপনি কি জানেন ভারতীয় রেলের মোট ১১ রকমের হর্ন বাজানো হয়; এর প্রতিটি অর্থ আবার আলাদা আলাদা। ট্রেনচালক বিভিন্ন বার্তা দিতে বিভিন্ন রকম হর্ন বাজিয়ে থাকেন। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন হর্ন এর কি কি অর্থ:— 

Indian Railways to start special train in September for Char Dham yatra;  check details here

১) ওয়ান শর্ট হর্ন — কিছু সময়ের জন্য একটি বার বাজানো হয়। এর অর্থ হলো ট্রেন ইয়ার্ডে যাবে সাফাইয়ের জন্য। শিয়ালদহ, হাওড়ার মতো বড়-বড় স্টেশনে এই ধরনের হর্ন কানে আসে।

২) টু শর্ট হর্ন — পরপর দুটো কম সময়ে বাজানো হয়। ট্রেন ছাড়ার সময় এই হর্নটি বাজানো হয়। এই হর্ন বাজিয়ে ট্রেন ছাড়ার সিগন্যাল চাওয়া হয় গার্ডের কাছে। 

৩) থ্রি শর্ট হর্ন — পরপর তিনটি হর্ন! এটি বিপদের কথা বলে। যখন চালক কোনভাবে বুঝতে পারেন তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন তখন এটা বাজান। এটা বাজালে গাঁট বুঝতে পারেন ট্রেন চালক থামাতে পারছেনা। তখন তিনি গার্ড ভ্যাকুয়াম ব্রেক এর সাহায্যে ট্রেন থামানোর চেষ্টা করেন।

৪) ফোর শর্ট হর্ন — চারবার ছোট ছোট হর্ন বাজানো মানে এটি বিপদের লক্ষণ, এর অর্থ ট্রেনে কোন যান্ত্রিক ত্রুটি হয়েছে আর যাওয়া সম্ভব নয়।

৫) ওয়ান লং, ওয়ান শর্ট হর্ন — যখন একবার লম্বা হর্ন বাজিয়ে ছোট্ট হর্ন দেয় তখন নির্দেশ পাঠানো হয় যে ট্রেন চালু করার আগে গার্ড যাতে ব্রেক পাইপ সিস্টেম চালু করেন।

৬) টু লং, ওয়ান শর্ট হর্ন — লম্বা দুটি হর্ন বাজিয়ে ছোট্ট হর্ন দিয়ে চালক গার্ডকে ইঞ্জিনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য নির্দেশ দিয়ে থাকেন।

৭) টানা হর্ন —একটানা হর্নটি বেশিভাগ দ্রুতগামী ট্রেন বাজিয়ে থাকে। এর অর্থ হলো ট্রেনটি পরপর কয়েকটি স্টেশনে থামবে না।

৮) দুটি হর্ন থেমে থেমে — যখন কোন ট্রেন রেলওয়ে ক্রসিং পার করে তখন এই ধরনের শব্দ শোনা যায়।

৯) দুটি লং ও একটি শর্ট হর্ন — এর মানে হল ট্রেনটি নিজের ট্রাক বা লাইন পরিবর্তন করেছে।

১০) দুটি শর্ট ও একটি লং হর্ন — প্রথমে দুটি ছোট ছোট হর্ন বাজিয়ে একটা লম্বা হন দেওয়ার মানে হল কোন যাত্রী চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করেছেন কিংবা গার্ড ভ্যাকুয়াম ব্রেক ব্যবহার করেছেন।

১১) ছটি শর্ট হর্ন — টানা পরপর ছোট ছোট ছোট হর্ন বাজানোর অর্থ হল বড় বিপদের আশঙ্কা। বিশেষ করে আপাতকালীন সময়ে ট্রেন চালকরা এটি বাজিয়ে থাকেন। সেই সময় গার্ড এবং যাত্রীদের সতর্ক করেন ট্রেন চালক।