ধোনিকে আইপিএল দলে পেতে নিজের পাজামাটাও বিক্রি করে দিতে চেয়েছিলেন শাহরুখ খান

আইপিএলের ১৪তম মরসুমে চেন্নাই সুপার কিংস মোট ১২ বারের মধ্যে ৯ বার ফাইনালে ওঠে। এরমধ্যে ধোনির নেতৃত্বে চারবার শিরোপা জয় করে চেন্নাই দল। তাই যেকোনো ফ্র্যাঞ্চাইজির মালিক এমন অধিনায়ককে দলে পেতে মরিয়া হয়ে থাকেন। শাহরুখ খানও চেয়েছিল ধোনি তার দলের হয়ে প্রতিনিধিত্ব করুক। তবে সেই আশা পুরন হয়নি। তিনি ২০০৮ সাল থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন।

PBKS v CSK: MS Dhoni Makes 200th Appearance For Chennai Super Kings | Cricket News

আইপিএলে প্রথমবার নিলামের সময় চেন্নাই সুপার কিংস ধোনিকে ১৫ লক্ষ ডলারের বিনিময়ে কিনে নিয়েছিল। এরপর গড়াপেটায় অভিযুক্ত হয়ে চেন্নাই সুপার কিংস দু’বছরের জন্য নিষিদ্ধ হয়। তখন তিনি বাধ্য হয়ে রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে খেলা শুরু করেন।

MS Dhoni sacked as Rising Pune Supergiants captain: A lookback at his IPL captaincy career in numbers

২০১৭ সালে যখন ধোনিকে রাইজিং পুনে সুপার জায়ান্ট কিনেছিল সেবার শাহরুখ তাকে দলে পেতে মরিয়া হয়ে ওঠে। যেকোনো মূল্যে ধোনিকে কিনতে চেয়েছিলেন কেকেআর মালিক। এও জানা গেছে, ধোনিকে কিনতে নিজের পায়জামাটুকুও বিক্রি করে দিতে রাজি ছিলেন। একবার একটি সাক্ষাৎকারে, কিং খান জানিয়েছিলেন “আরে আমি তো ওকে নিজের পায়জামা বেচেও কিনতে রাজি। কিন্তু একবার নিলামে তো নাম উঠুক।”

KKR VS RC IPL 2020: Shah Rukh Khan Along With Aryan Khan Spotted at Dubai Stands And Twitterati Can't Keep Calm | India.com

এবার সেই কিং খানের দল কেকেআরকে হারিয়েই চতুর্থবার আইপিএল শিরোপা জয় করে ধোনির সিএসকে দল। তাই এবার বছর চারেক আগের শাহরুখ খানের সেই সাক্ষাৎকার এখন শিরোনামে এসেছে। ধোনিকে নিয়েই কেকেআর একাদশ গঠন করতে চেয়েছিলেন তিনি। তবে সব স্বপ্ন তো পূরণ হয়না……।