সিএসকে থেকে বাদ পড়া খেলোয়াড়দের নিয়ে গঠিত হলো একাদশ, যা প্রতিপক্ষকে হারাতে পারে

আইপিএল ২০২২ নিলামের আগে বিসিসিআই তরফে জানানো হয়েছিল যে প্রতিটি দল সর্বোচ্চ যে চারজনকে ধরে রাখবে তার একটি তালিকা জমা দিতে। এরপর সিএসকে দল কিছু খেলোয়াড়কে না ছাড়তে চাইলেও বাধ্য হয় আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ রবীন্দ্র জাদেজা, মঈন আলী ও ঋতুরাজ গায়কোয়াড়কে ধরে রেখেছে। 

IPL 2021: Openers' smashing form, Moeen Ali's inclusion, Shardul Thakur's  purple patch - CSK's road to playoffs

২০২২ আইপিএল নিলামে নতুন দলের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের খেলতে দেখা যাবে। এবার সিএসকে দল থেকে বাদ পড়া খেলোয়াড়দের নিয়ে তৈরি হলো একটি একাদশ, যারা প্রতিপক্ষ দলকে টক্কর দিতে সক্ষম। ফ্যাফ ডু প্লেসিস থেকে শুরু করে সুরেশ রায়না ও ডোয়েন ব্র্যাভোর মত ক্রিকেটাররা এই দলে রয়েছেন। এবার দেখে নেওয়া যাক:

□ ওপেনার: ফ্যাফ ডু প্লেসিস্‌, রবিন উথাপ্পা 

IPL 2021: "I am really grateful for today" - Faf du Plessis reacts after  match-winning in the grand final

সিএসকের বাদপড়া তালিকায় ওপেনের দায়িত্বে রয়েছেন ফ্যাফ ডু প্লেসিস ও রবিন উথাপ্পা। ২০২১ আইপিএলে ডু প্লেসিস দ্বিতীয় সর্বোচ্চ রান (৬৩৩) সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন। মাত্র ২ রান কম করেন ঋতুরাজের থেকে। অন্যদিকে রবিন উথাপ্পাকে আক্রমনাত্মক ব্যাটিং করতে দেখা যায় গত আইপিএলের দ্বিতীয় পর্বে। 

□ মিডল অর্ডার: সুরেশ রায়না, আম্বাতি রাইডু, নারায়ন জগদীশান

Beyond Horrible' – Raina Suggests Tragedy Was Reason For IPL Exit

এক সময়ে সুরেশ রায়না আইপিএলের সবচেয়ে বড় ম্যাচজয়ী খেলোয়াড় ছিলেন। আগামী মরসুমে তাকে প্রথমবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে দেখা যাবে। এছাড়া সিএসকে দলের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইডু যথেষ্ট অবদান রেখেছেন। উইকেট-রক্ষক হিসেবে এই তালিকায় রয়েছেন নারায়ন জগদীশান, একজন পাওয়ার হিটার হিসেবে তিনি পরিচিত।

□ অলরাউন্ডার: ডোয়েন ব্র্যাভো, স্যাম কুরান, কৃষ্ণাপ্পা গৌতম

Shaik Masthan (@ShaikMa55893826) | Twitter

অধিনায়ক ধোনি সবচেয়ে পছন্দের খেলোয়াড় ডোয়েন ব্র্যাভোকেও ধরে রাখতে পারেনি সিএসকে দল। তিনি সিএসকের সবচেয়ে বড় ম্যাচজয়ী খেলোয়াড় ছিলেন। অন্যদিকে স্যাম কুরানও ধোনির অন্যতম বিশ্বস্ত খেলোয়াড়। এদিকে কৃষ্ণাপ্পা গৌতম সিএসকে দলের হয়ে তেমনভাবে সুযোগ না পেলেও তিনি রাজস্থান রয়্যালসের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন। একজন অফস্পিনার হওয়ার পাশাপাশি হার্ডহিটার ব্যাটসম্যান হিসেবেও তিনি পরিচিত।

□ বোলার: জোশ হজলউড, দীপক চাহার ও শার্দুল ঠাকুর 

IPL 2019: CSK's wins have been built on good starts with the ball and Deepak  Chahar is leading it

সিএসকের তালিকা থেকে বাদ যাওয়া তিনজন ফাস্ট বোলারই আজ সীমিত ওভারের ক্রিকেটের অন্যতম সেরা বোলার। জোশ হজলউড একজন উইকেট টেকার, গত আইপিএলে তার পারফরম্যান্স চোখে পড়ার মতো ছিল। অন্যদিকে দুই ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহার ও শার্দুল ঠাকুর বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট কার্যকরী। ২০২১ সালে শার্দুল ঠাকুর সিএসকের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন।