যে ৬ অধিনায়কের নেতৃত্বে ভারতীয় দল কখনও পরাজয়ের মুখোমুখি হয়নি

ভারতীয় ক্রিকেটে এমন অনেক দুর্দান্ত অধিনায়ক ছিলেন যারা দলকে উন্নতির শিখরে নিয়ে গেছেন। কপিল দেবের আমলে বিশ্বজয় থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলীর তত্ত্বাবধানে দল এতটাই মজবুত হয়েছিল যে বিদেশের মাটিতে টেস্ট জয় করা সাধারন ব্যাপার হয়। এরপর ধোনির আমলে তিনটি আইসিসি ট্রফি জয় করে ভারতীয় দল। এছাড়াও এমন কয়েকজন অধিনায়ক ছিলেন যারা খণ্ডকালীন অধিনায়ক হলেও তাদের নেতৃত্বে ভারতীয় দল একটিও ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়নি। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:

□ রবি শাস্ত্রী:

Image

১৯৮৮ সালে একটি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করার সুযোগ পান রবি শাস্ত্রী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচটির ভারতীয় দল ২৫৫ রানের ব্যবধানে জয়লাভ করে। যদিও এর পরে আর কখনো টেস্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি।

□ অনিল কুম্বলে:

Top 10 Bowlers with most ODI wickets at a single venue

অনিল কুম্বলে টেস্ট দলের অধিনায়ক হলেও তিনি একটি ওয়ানডে ম্যাচেও নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় দলকে। ২০০২ সালে ভারত ইংল্যান্ডের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথমবারের জন্য দলকে নেতৃত্ব দেন এবং এই ম্যাচে ভারতীয় দল ৪ উইকেটে জয় লাভ করে। যদিও এই ম্যাচটি পর আর কখনও ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি।

□ বীরেন্দ্র শেহবাগ:

Virender Sehwag

২০০৬ সালে ভারতীয় ক্রিকেট দল প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন বীরেন্দ্র শেহবাগ। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ১২৬ রান তোলে। জবাবে ভারতীয় দল ম্যাচের ১ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। এরপর আর কখনোই শেহবাগকে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব করতে দেখা যায়নি।

□ সুরেশ রায়না:

IPL 2016: Gujarat Lions to roar even without captain Suresh Raina | India.com

২০১০ সালে জিম্বাবুয়ে সফরে মহেন্দ্র সিং ধোনি বিশ্রাম নিলে ভারতীয় দলের নতুন অধিনায়ক হন সুরেশ রায়না। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়েকে ভারতীয় দল ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল। এরপর ধোনি ফিরলে রায়নাকে অধিনায়কত্ব পদ ত্যাগ করতে হয়।

□ গৌতম গম্ভীর:

BCCI set to appoint former cricketers Madan Lal, Gautam Gambhir as Cricket Advisory Committee members - Firstcricket News, Firstpost

গৌতম গম্ভীর ভারতে মোট ৬টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে সবগুলোই জয় পেয়েছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০ তে হোয়াইট ওয়াশ করে। এই সময় তিনি ১০৯ ব্যাটিং গড় নিয়ে ৩২৯ রান করেছিলেন। এরপর আরও একটি ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে গম্ভীর নেতৃত্বে ভারতীয় দল।

□ অজিঙ্কা রাহানে:

Not bothered by criticism, people only talk about important people: Rahane- The New Indian Express

সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়লাভ করে ভারতীয় দল। এইসময় অজিঙ্কা রাহানে ক্যাপ্টেন্সি নিয়ে সারা বিশ্বের প্রশংসা ছড়িয়ে পড়েছিল। এবারও বিরাট কোহলির অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়েদ সর্বোচ্চ চেষ্টা করলেও ম্যাচটি ড্র হয়ে যায়। এখনো পর্যন্ত তার নেতৃত্বে ৬ টেস্টে ৪টি জয় ও ২টিতে ড্র হয়েছে। এছাড়াও ২০১৫ সালে জিম্বাবুয়ে সফরে তিনি ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক হন এবং জিম্বাবুয়েকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেন।