GK কুইজ : বিশ্বের প্রথম মানব কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?

কোন দেশে বিশ্বের প্রথম মানব জন্মগ্রহণ করেছিলেন?

General Knowledge Quiz : আমরা সবাই জানি যে আজকের সময়ে যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর অনেক বেশি প্রয়োজন। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। সুতরাং এই প্রতিবেদনে পাঠকদের উদ্দেশ্যে এমনই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনি আগে কখনো শোনেননি।

১) প্রশ্নঃ ভারতের কোন শহরকে কমলার রাজধানী বলা হয়?
উত্তরঃ মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত নাগপুর শহরকে কমলার রাজধানী বলা হয়।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি কখনো ব্রিটিশদের দাস ছিল না?
উত্তরঃ গোয়া।

৩) প্রশ্নঃ কোন ফুলের ওজন প্রায় ১০ কেজি পর্যন্ত হতে পারে?
উত্তরঃ র‌্যাফ্লেসিয়া আর্নল্ডি (বিশ্বের সবচেয়ে বড় ফুল)।

৪) প্রশ্নঃ শরীরে কোন ব্লাড গ্রুপ থাকলে মশা বেশি কামড়ায়?
উত্তরঃ যাদের রক্তের গ্রুপ ‘ও’, সেই সকল ব্যক্তিদের মশা কামড়ানোর আশঙ্কা বেশি।

৫) প্রশ্নঃ কোন ফলটি পাকতে প্রায় দু বছর সময় লাগে?
উত্তরঃ আনারস একমাত্র ফল যা পাকতে প্রায় দু বছর সময় লেগে যায়।

৬) প্রশ্নঃ কোন মুঘল শাসক তাজমহল নির্মাণ করেছিলেন?
উত্তরঃ তাজমহল মুঘল শাসক শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মরণে তৈরি করেছিলেন।

৭) প্রশ্নঃ একটি ময়ূরের জীবনকাল কত?
উত্তরঃ ময়ূর আমাদের দেশে জাতীয় পাখি, যার জীবনকাল প্রায় ১৫ বছর।

৮) প্রশ্নঃ আপনি কি জানেন টেলিস্কোপ কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও ১৬০৯ সালে টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন।

৯) প্রশ্নঃ গুগলে প্রথম সার্চ কী ছিল?
উত্তরঃ ১৯৯৮ সালে গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন প্রথম গুগলে ‘গেরহার্ড ক্যাসপার’ লিখে সার্চ করেছিলেন। যার উত্তরে Google বলেছিল যে গেরহার্ড ক্যাসপার স্ট্যানফোর্ডের রাষ্ট্রপতি।

Image

১০) প্রশ্নঃ বিশ্বের প্রথম মানব কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তরঃ বিশ্বের প্রথম মানব আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন। এরপর ধীরে ধীরে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ৬ মিলিয়ন বছর আগে বসবাসকারী প্রাথমিক মানুষের জীবাশ্ম সম্পূর্ণ আফ্রিকা থেকে এসেছে।