GK কুইজ : জানেন ভারতের ১ টাকার মূল্য পাকিস্তানে কত টাকার সমান?

পাকিস্তানি টাকার চেয়ে ভারতীয় রুপি কত গুণ বেশি?

General Knowledge Quiz : বেশিরভাগ শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর চাকরির পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়ে থাকেন। এই সময় তারা পাঠ্য বিষয়ের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি খুবই ভালোভাবে মনে রাখেন। আপনিও চাকরির পরীক্ষায় সফল হতে চাইলে এই ধরনের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ ভুতুড়ে রামধনু কাকে বলা হয়?
উত্তরঃ কুয়াশার মধ্যে যে রামধনু দেখা যায় তাকে বলে ভুতুড়ে রামধনু।

২) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি চিনি তৈরি হয়?
উত্তরঃ ব্রাজিল।

৩) প্রশ্নঃ সাপে কামড়ালে কেন হাঁটাচলা করা উচিত নয়?
উত্তরঃ এতে বিষ আরো ছড়িয়ে পড়ে।

৪) প্রশ্নঃ একটা রানী মৌমাছি কতগুলি ডিম পাড়ে?
উত্তরঃ ৩০ থেকে ৪০ হাজার।

৫) প্রশ্নঃ ১২ বছর পূর্তিকে কী বলা হয়?
উত্তরঃ যুগপূর্তি।

৬) প্রশ্নঃ ভারতের কোন প্রাণীর দুধ সব থেকে বেশি দামে বিক্রি হয়?
উত্তরঃ গাধার দুধ।

Image

৭) প্রশ্নঃ Update (আপডেট)-কে বাংলায় কী বলে?
উত্তরঃ আধুনিক করা বা রূপ দেওয়া।

৮) প্রশ্নঃ ডেটল কোন দেশের কোম্পানি?
উত্তরঃ ইংল্যান্ডের।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের মানুষেরা কলা পাতায় খাবার খায়?
উত্তরঃ কেরালা।

Image

১০) প্রশ্নঃ কোন প্রাণীর পেটে বাচ্চা রাখার থলি থাকে?
উত্তরঃ ক্যাঙ্গারু।

১১) প্রশ্নঃ স্ত্রী বাঘকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তরঃ Tigress (টাইগ্রেস)।

১২) প্রশ্নঃ একটা পুরুষ সিংহের ওজন কত হয়?
উত্তরঃ ১৫০ – ২৫০ কেজির মধ্যে।

১৩) প্রশ্নঃ যে নারীর হিংসা নেই তাকে এক কথায় কী বলা হয়?
উত্তরঃ অনসূয়া।

১৪) প্রশ্নঃ ১০ টাকার নোটে কয়টি ভাষা থাকে?
উত্তরঃ ১৭ টি। যার মধ্যে অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, কোঙ্কানি, মালয়ালম, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু, উর্দু সহ হিন্দি ও ইংরেজি রয়েছে।

Image

১৫) প্রশ্নঃ ভারতের ১ টাকা সমান পাকিস্তান দেশের কত টাকা?
উত্তরঃ ৩ টাকা ৫৬ পয়সা। অর্থাৎ ভারতের ১০০ টাকার নোট পাকিস্তানে নিয়ে গেলে তার মূল্য হবে ৩৫৬ টাকা।