চোট-আঘাতে খেলোয়াড়দের পরিবর্তে ইংল্যান্ডে পাঠানো হতে পারে এই ৩ শ্রীলঙ্কা সফরকারীকে

৪ই আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলের খেলোয়াড়রা একের পর এক চোট-আঘাতে জর্জরিত হয়ে দেশে ফিরছেন। তবুও এই পরিস্থিতিতে ভারতীয় দলের কোন অসুবিধা হবে না বলেই মনে করছেন প্রাক্তন উইকেট-রক্ষক দীপ দাসগুপ্ত।

India announce 15-member squad for WTC Final: Openers named, 2 spinners included | Cricket - Hindustan Times

সম্প্রতি এই আহত খেলোয়াড়দের পরিবর্তে তিনি টিম ম্যানেজমেন্টকে নতুন খেলোয়াড়ের পরামর্শ দিয়েছেন, যারা ইংল্যান্ড সফরের যোগ্য। তার মতে শ্রীলঙ্কা সফরের তিন ভারতীয় খেলোয়াড়কে পাঠানো যেতে পারে।

দীপ দাসগুপ্ত জানিয়েছেন যে, ‘আবেশ খান নেট বোলার হলেও তার ফিরে আসার পর দীপক চাহার ও ভুবনেশ্বর কুমারকে পাঠানো যেতে পারে। উভয়েই সুইং বোলার এবং ভালো ফর্মে রয়েছেন ও ইংল্যান্ডের মতো পরিবেশে তারা মানিয়ে নিতে পারবেন।’ 

India vs Sri Lanka: Swing trendsetters Bhuvneshwar Kumar, Deepak Chahar combine with an eye on the World Cup | Cricket - Hindustan Times

এরপর আরও জানান, ‘বিগত বেশ কিছুদিন ধরে ভারতীয় দলে ওপেনার নিয়ে তর্ক বিতর্ক চলছে। আমি মনে করি পৃথ্বী শ যে ধরণের ফর্মে রয়েছেন তা দলের পক্ষে ভালো বিকল্প হতে পারে। যদিও অভিমুন্য, মায়াঙ্ক আগারওয়াল ও রোহিত শর্মা বর্তমানে রয়েছেন, তবুও পৃথ্বী শকে পাঠানো খারাপ হবেনা বলে।’

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই তিন ভারতীয় খেলোয়াড় ভারতে ফিরে এসেছেন। ওপেনার শুভমান গিল চোটের কারণে ছিটকে যাওয়ার পর ওয়াশিংটন সুন্দর ও আবেশ খানও অনুশীলন ম্যাচে আহত হন।

India vs Australia: 'Running Out of Superlatives For This Man' - Shubman Gill's Debut Inspires Memefest on Social Media

যার ফলে তারা আসন্ন টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন। এক্ষেত্রে নির্বাচকেরা কিছু খেলোয়াড়কে ইংল্যান্ডে পাঠানোর বিবেচনা করতে পারেন। দীপ দাশগুপ্তের মতে, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার এবং পৃথ্বী শকে ইংল্যান্ডে পাঠানো উচিত।

সংবাদ সূত্রে জানা গেছে, ভুবনেশ্বর কুমারকে ইংল্যান্ডে পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে পৃথ্বী শ এবং দেবদত্ত পাদিকালকে ইংল্যান্ডে পাঠানোর আবেদন করলেও বোর্ড তাদের প্রত্যাখ্যান করে। তবে জনা গেছে, ভুবনেশ্বর কুমার ইংল্যান্ড যাওয়া খেলোয়াড়দের মধ্যে একজন হতে পারেন।