গুরু পূর্ণিমা: এই দিনে যে কাজগুলো করলে জীবনের সব রকম সুখ শান্তি পাওয়া যায়

আজ ৭ই শ্রাবণ গুরু পূর্ণিমা, এটি হিন্দুধর্মের অত্যন্ত শুভ দিন। এই বিশেষ দিনটিতে কয়েকটি কাজ করলে জীবনে সব রকম সুখ শান্তি পাওয়া যায় বলেই বিশ্বাস করা হয়। এই দিন পালন করতে পারলে সারা বছর খুব উপকারও পাওয়া যায়।

☞ দেখে নেওয়া যাক কি কি করা উচিত:-

▪️  গুরু পূর্ণিমার দিনে বাড়িতে সত্যনারায়ণের পুজো করা অত্যন্ত মঙ্গল জনক বলে মনে করা হয়।

▪️  এইদিন বাড়িতে অবশ্যই নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত। 

▪️  আজ বাড়িতে যে কোন প্রকারের মিষ্টান্ন তৈরি করুন এবং বাড়ির প্রত্যেক সদস্য গ্রহণ করুন।

▪️  এই দিন অশ্বত্থ বৃক্ষের পূজা করা এবং সন্ধেবেলায় সেই বৃক্ষের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালা উচিত। গুরুদেব না পাওয়া গেলে যেকোনো গুরুজনকে কিছু দান করুন।

▪️  যাদের পড়াশোনায় বাধা রয়েছে এই দিন অবশ্যই শ্রী কৃষ্ণের মূর্তি বা ছবির সামনে গীতা পাঠ করা উচিত, এতে অনেকটা সমস্যার সমাধান হয়।

▪️  একটা হলুদ কাপড়ের মধ্যে কয়েকটা কাঁচা হলুদের টুকরো সহ ৭টি কড়ি ও ১ টাকার কয়েন একসঙ্গে বেঁধে শ্রীকৃষ্ণের চরণে রেখে মনে মনে কামনা করুন। এই তিথি কেটে গেলে  সেই পুঁটলিটা তুলে নিয়ে টাকা রাখার জায়গায় বা ব্যবসার জায়গায় রেখে দিন। 

▪️  এইদিন স্নানের জলে সামান্য পরিমাণে কর্পূর মিশিয়ে স্নান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়।

▪️  গুরু পূর্ণিমার দিন বাড়ির ঈশান কোনে অবশ্যই ধুনো জ্বালান, এতে সংসারে সুখ শান্তি আসে।