পাকিস্তানের বিপক্ষে যে ৩ ভারতীয় ক্রিকেটার প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেললেন

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: গত রবিবার ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব উদ্বিগ্ন ছিল। ক্রিকেট বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, যে দল বেশি চাপ নিতে পারবে তারাই জয়ী হবে। আর তেমনটাই হয়েছে গত ম্যাচে। তবে এবারে কয়েকজন তরুণ ভারতীয় ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেললেন।  

Beta tumse na ho paayega': Twitterati criticise Virat Kohli's captaincy  after loss to Pakistan

ভারতীয় দলের বিশ্বকাপ অভিযানটা এভাবে শুরু হবে তাকেও ভাবতেও পারেনি। প্রথমত বিরাট কোহলির টসে হেরে প্রথমে ব্যাট নিতে বাধ্য হওয়া। এরপর ওপেনিং জুটির চরম ব্যর্থতা। বিরাট কোহলি ও ঋষভ পান্থ এর ব্যাটের ভর করে ভারতীয় দল ভালো জায়গায় পৌঁছে যায়। কিন্তু শেষ কয়েক ওভারে আবারও পাকিস্তানিরা রানের গতিতে আটকে দেয়। এরপর বাবর আজম ও রিজওয়ানের ব্যাটিং জুটিতে বিনা উইকেটে তারা প্রয়োজনীয় রান তুলে নেয়। 

তবে আজকের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বিপক্ষে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেললেন যে ৩ ভারতীয় ক্রিকেটার; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) ঋষভ পান্থ:

Image

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হলেও ঋষভ পান্থ তখন তিনি টিমের বাইরে ছিলেন। কয়েকটি ম্যাচের পর তিনি পরিবর্ত খেলোয়াড় হিসেবে যোগদান করেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ৩০ বলে ৩৯ রানের একটি সুন্দর ইনিংস খেললেন। বিরাট কোহলির সাথে ৫৩ রানের জুটি বেঁধে ভারতীয় দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন।

 

২) সূর্যকুমার যাদব:

Image

সম্প্রতি আইপিএল ফর্ম এর কারণে গত শ্রীলঙ্কা দলের বিপক্ষে সুযোগ পেয়ে বাজিমাত করেছিলেন। সূর্যকুমার যাদব ওই টুর্ণামেন্টের সেরা হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জন ভারতীয় দলে জায়গা করে নেন। এদিন প্রথমবার পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হলেন। ৪ নম্বরে ব্যাট করতে নেমে তিনি শাহীন আফ্রীদিকে সপাটে ছক্কা মারেন। ৮ বলে ১১ রান করে হাসান আলীর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

৩) বরুণ চক্রবর্তী:

Week long gap before New Zealand game will help but worried about dew  factor, says Kohli- The New Indian Express

সূর্যকুমার যাদবের মতই আইপিএল ফর্ম এর বিচার করে ভারতীয় জাতীয় দলে সুযোগ করে নেন মিস্টেরিয়াস স্পিনার বরুণ চক্রবর্তী। এদিন বিরাট কোহলি পাওয়ার প্লেতে তার হাতে বল তুলে দেন। প্রথম দুটি ওভার পাকিস্তানি ব্যাটসম্যানদের আটকে দিলেও শেষ দুটি ওভারে সঠিক জায়গায় বল ফেলতে ব্যর্থ হন। ৪ ওভার হাত ঘুরিয়ে বিনা উইকেটে বরুণ চক্রবর্তী ৩৩ রান দেন।