এই নীলচে কাঁকড়াবিছের বিষের দাম ৭৫ কোটি টাকা, কোন কাজে ব্যবহৃত হয় জানেন?

প্রকৃতিতে এমন কিছু প্রাণী রয়েছে যেগুলো দেখতে অসম্ভব সুন্দর হলেও কিন্তু খুবই ভয়ানক তার মধ্যে একটি নীলচে কাঁকড়া বিছে। এই প্রজাতির বিছে কেবলমাত্র কিউবা দেশে পাওয়া যায়। এটি দেখতে যেমন সুন্দর, এই বিছের বিষও খুবই ব্যয়বহুল। আন্তর্জাতিক বাজারে এই বিছের ১ লিটার বিষের মূল্য প্রায় ৭৫ কোটি টাকা, যা তাইল্যান্ডের বিষধর সাপ শঙ্খচূড়ের তুলনায় দুই গুণ বেশি। উল্লেখ্য, তাইল্যান্ড শঙ্খচূড় সাপের এক লিটার বিষের দাম ৩০ কোটি টাকা। সম্ভবত এই কারণেই নীলচে কাঁকড়াবিছের বিষকে সবচেয়ে মূল্যবান বিষ বলে দাবি করা হয়।

Cuban Man Uses Scorpion Stings To Effectively Remedy His Arthritis Pain - News from Havana Cuban Man Uses Scorpion Stings To Effectively Remedy His Arthritis Pain

এখন ভাবছেন তো এই বিষের দাম এত বেশি হওয়ার কারণ কি? জানা গেছে এই প্রজাতির বিছের বিষ থেকে ভিডাটক্স নামে একটি ওষুধ বানানো হয় যা কিউবায় ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়াও এই বিষয়ে ৫০ টিরও বেশি যৌগ রয়েছে, যদিও সবগুলি যৌগ চিহ্নিত করা সম্ভব হয়নি। এই বিষের গুনাগুন প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক বাজারের চাহিদা হুহু করে বেড়ে যেতে থাকে। এই বিষ থেকে আরও কোন দুরারোগ্য ব্যাধির ওষুধ তৈরি করা যায় কিনা সে নিয়ে গবেষণা চলছে।

ইজরায়েলের বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জানিয়েছেন, নীলচে কাঁকড়াবিছের বিষে এমন কিছু যৌগ রয়েছে যা দিয়ে বহু প্রাণঘাতী রোগের চিকিৎসা করা যেতে পারে। শুধু তাই নয়, আধুনিক চিকিৎসায় অঙ্গ প্রতিস্থাপন করতেও এই বিষ কাজে লাগতে পারে বলে দাবি করেছে ক্যান্সার রিসার্চ সেন্টারের ফ্রেড হাচিনসন।