কোন ধর্মের নাম সোজা বা উল্টো যেভাবে পড়বেন একই হবে?

যে ধর্মের নাম সোজা বা উল্টো করে লিখলেও একই হয়?

General Knowledge Quiz : অজানাকে জানতে হলে সাধারণ জ্ঞানের কোন বিকল্প নেই। এছাড়া এগুলি যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। সাধারণ জ্ঞান যেমন মানুষের নলেজকে বৃদ্ধিতে সাহায্য করে, তেমনি স্মার্ট করে তুলতেও সক্ষম। এই প্রতিবেদনে নিয়ে আসা হয়েছে তেমনি বেশ কয়েকটি প্রশ্নের উত্তর, একনজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের মানব কম্পিউটার কাকে বলা হয়?
উত্তরঃ শকুন্তলা দেবীকে।

২) প্রশ্নঃ একটা বাঘের জিভ কতটা শক্তিশালী?
উত্তরঃ বাঘের জীব এতটাই রুক্ষ ও অমসৃণ যে তারা জিভ দিয়ে চেটে দিলে হাড়ে লেগে থাকা মাংস উঠে আসতে পারে।

৩) প্রশ্নঃ ভারতীয় ড্রাইভিং লাইসেন্স কি আমেরিকায় বৈধ?
উত্তরঃ হ্যাঁ, আমেরিকা সহ বেশ কয়েকটি দেশে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স বৈধ।

৪) প্রশ্নঃ কোন দেশে সূর্য সবার প্রথমে অস্ত যায়?
উত্তরঃ নিউজিল্যান্ড।

Image

৫) প্রশ্নঃ জন্ডিস হলে শরীরের কোন অঙ্গ কে সবথেকে বেশি ক্ষতি করে?
উত্তরঃ লিভারকে।

৬) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশ সব থেকে বেশি যুদ্ধ করেছে?
উত্তরঃ ইংল্যান্ড।

৭) প্রশ্নঃ চানাচুর কে ইংরেজিতে কী বলা হয়?
উত্তরঃ Mixed Savoury Snacks

৮) প্রশ্নঃ ভারতের কোন রেল স্টেশনে যাবার জন্য পাকিস্তানি ভিসা লাগে?
উত্তরঃ আটারি রেলস্টেশন।

৯) প্রশ্নঃ ভারতের কোন জলপ্রপাতটির জল নিচ থেকে পড়ে যায়?
উত্তরঃ মহারাষ্ট্র নানেঘাট জলপ্রপাত।

১০) প্রশ্নঃ পুরো পৃথিবী জুড়ে একদিনে মোট কতগুলি বিমান আকাশে উড়ে বেড়ায়?
উত্তরঃ রিপোর্ট অনুযায়ী, দিনে প্রায় ২ লাখ বিমান আকাশে উড়ে বেড়ায়।

১১) প্রশ্নঃ ভারতে ১০ টাকার কয়েন তৈরিতে কত টাকা খরচ পরে?
উত্তরঃ ৫ টাকা ৫৪ পয়সা।

১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে রাবনের মন্দির রয়েছে?
উত্তরঃ রাজস্থান রাজ্যে।

Image

১৩) প্রশ্নঃ কোন দেশে প্রস্রাবে ডিম সিদ্ধ করা হয়?
উত্তরঃ চীন দেশে।

১৪) প্রশ্নঃ কোন প্রাণী খাওয়ার সময় কান্না করে?
উত্তরঃ একমাত্র কুমির খাবার খাওয়ার সময় কান্না করে।

১৫) প্রশ্নঃ কোন ধর্মের নাম সোজা বা উল্টো যেভাবে পড়বেন একই হবে?
উত্তরঃ ইসাই ধর্ম অর্থাৎ খ্রিষ্টধর্ম।