ভারতের এই ট্রেনকে পথ দিতে থামতে হয় রাজধানী ও শতাব্দি এক্সপ্রেসকেও

জানেন কোন ট্রেনকে পথ দিতে থামতে হয় রাজধানী ও শতাব্দিকে

Indian Railways : যেকোনো দেশের অর্থনীতিতে রেলওয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইভাবে ভারতীয় রেলও দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখে। ভারতীয় রেলের মাধ্যমে প্রতিদিন প্রচুর লোক যাতায়াত করেন। ট্রেনে ভ্রমণ করা যেমন আরামদায়ক তেমন খরচের দিক দিয়েও অনেক কম। এছাড়া রেলকে দেশের ‘লাইফলাইন’ বলা হয়।

বর্তমান সময়ে ভারতীয় রেল প্রতিদিন হাজার হাজার ট্রেন পরিচালনা করছে। ধীরে ধীরে ট্রেনের অনেক উন্নত হয়েছে। এমনকি ট্রেনের মৌলিক সুবিধা গুলিতেও অনেক পরিবর্তন দেখা গেছে। ভারতীয় রেলওয়ে ট্র্যাক উন্নত করে ট্রেনের গতিও বাড়িয়েছে। যার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সময়ও অনেক কমেছে।

Image

ভারতে অনেক লাক্সারি ট্রেনও রেলওয়ে দ্বারা পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে সম্প্রতি চালু হওয়া বন্দে এক্সপ্রেস, দেশের দ্রুততম ট্রেন হিসেবে পরিচিত গতিমান এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং অন্যান্য অনেক সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনও রয়েছে।

কিন্তু আপনি কি জানেন ভারতীয় রেল নেটওয়ার্কে এমনই একটি ট্রেন রয়েছে, যার জন্য যাত্রীবাহী বা রাজধানী এক্সপ্রেস যাই হোক না কেন সমস্ত ট্রেনকে তাকে পথ দেওয়ার জন্য থামতে হয়। এই ট্রেনের নাম দুর্ঘটনা ত্রাণ চিকিৎসা সরঞ্জাম বা অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিকেল ইক্যুইপমেন্ট (ARME) ট্রেন।

Image

সাধারণত ট্রেন দুর্ঘটনার সময় দুর্ঘটনাস্থলে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই ট্রেনটিকে অন্য সব ট্রেনের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়। এর আগে যদি রাজধানী অথবা শতাব্দী এক্সপ্রেসও থাকে, তাহলে সেগুলিকে থামিয়ে এই ট্রেনকে যাওয়ার পথ দেওয়া হয়। সেই কারণে এটি ভারতীয় রেলের সর্বোচ্চ অগ্রাধিকারের ট্রেন।