বলিউডের যে মুসলিম তারকারা মাছ-মাংস তো দূর, ডিম পর্যন্ত ছুঁয়ে দেখেন না

জানেন বলিউডের কোন মুসলিম তারকারা সম্পূর্ণ নিরামিষভোজী

Bollywood Muslim Celebrity: অনেকেরই একটা ধারনা আছে যে মূলত হিন্দুরাই হয়ত ভেগান বা নিরামিষাশী (Vegetarian) হয়ে থাকেন বা মুসলিমরা অত নিরামিষাশী হন না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। বলিউডের বেশ কিছু তারকা রয়েছেন যারা মুসলিম হলেও মাছ, মাংস তো দূরের কথা ডিম পর্যন্ত ছুঁয়ে দেখেন না। জানেন কারা তাঁরা? কেনই বা নিরামিষাশী হয়ে গিয়েছেন?

তবে প্রত্যেকের নিরামিষাশী হওয়ার পিছনে বিশেষ কারণ ছিল। কেউ পশুদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে নিরামিষাশী হন, আবার কেউ শরীরে যাতে কোন মারণ রোগ বাসা বাঁধতে না পারে সেই কারণে মাংস খাওয়া ছেড়ে দেন। এছাড়া অনেকেই স্বীকার করেছেন নিরামিষ জাতীয় খাবার খেলে অনেক বেশি সুস্থ থাকা যায়।

আমির খান (Aamir Khan): অভিনেতা আমির খান মুসলিম হলেও কিন্তু মাছ, মাংস মুখেও তোলেন না। তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও তাকে এক ভিডিয়োতে দেখিয়েছিলেন পশুদের উপর হওয়া অত্যাচার আর তাঁদের থেকে কি কি রোগ ছড়ায়। তারপর থেকেই মূলত অভিনেতা সম্পূর্ণভাবে নিরামিষাশী হয়ে যান।

ইরফান খান (Irrfan Khan): প্রয়াত অভিনেতা ইরফান খানও কিন্তু পুরোপুরিভাবে নিরামিষাশী ছিলেন। তিনি এতটাই পশু পাখি ভালোবাসতেন যে তাঁদের মেরে খাওয়ার কথা কখনও ভাবতেও পারতেন না। তাই বহুদিন ধরেই তিনি মাছ, মাংস খাওয়া ছেড়ে দেন এবং নিরামিষাশী হয়ে যান।

আয়েশা টাকিয়া (Ayesha Takia): আয়েশা টাকিয়া আজমিও নিরামিষাশী। তিনি মাত্র ৬ বছর থেকেই শুধুই নিরামিষ খাবার খান। তিনি বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করলেও খাদ্যাভাসে কোন পরিবর্তন করেননি। প্রসঙ্গত তিনি বলিউডকে বিদায় জানানোর পর পশু পাখিদের জন্য কাজ করে থাকেন।